নিজস্ব প্রতিবেদন :-সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউডের খবর এখন শিরোনামে শীর্ষে । সুশান্ত সিং রাজপুত এর মৃ-ত্যু-র পরই রীতিমতো যেন কেঁপে উঠেছে বলিউড । একের পর এক তারকা থেকে পরিচালকদের হচ্ছে পর্দাফাস। বিতর্কিত মন্তব্যের জোড়াচ্ছে একের পর এক তারকা থেকে পরিচালক। তবে এই বিতর্কিত মন্তব্যে সবথেকে বেশি জড়িয়েছে কঙ্গনা রানাউত যাকে বলিউড কুইন বলা হয়।
এর পাশাপাশি মা-দ-ক যোগ নিয়ে সরব হয়েছেন অনেকে ইতিমধ্যে ।দেশের নারকোটিস বিভাগ গ্রে-প্তা-র করেছে সুশান্ত সিং রাজপুত এর বান্ধবি রিহা চক্রবর্তীকে ।কিন্তু সমস্যা অন্য জায়গায় ।সমস্যা হলো যত রকমের এখনো পর্যন্ত আরোপ উঠেছে তা শুধুমাত্র নারীকেন্দ্রিক অর্থাৎ মেয়েদের নিয়ে।
এ বিষয়ে তেমন কেউ সরব না হলেও ঐদিন সাংসদ মিমি চক্রবর্তী তথা বাংলার অভিনেত্রী সরব হয়েছিলেন। তবে কড়া বার্তা ছিল না তাতে । রীতিমতো হাসির ছলে এই কটূক্তি করেন তিনি। এর আগে মিমিকে অনেক জায়গায় সরব হতে দেখা গেছে। কিন্তু বিতর্কিত মন্তব্যে যায়নি তিনি একবারও। তার বক্তব্যের মধ্যে সবসময় একটা পজিটিভ দিক থাকে। নারীদের সুরক্ষার কথা থাকে সেই মিমি রীতিমতো মেজাজ হারিয়ে এমন একটি টুইট করেন যা সামনে আসতেই সোরগোল পরে নেটদুনিয়াই।
ড্রা-গ চ-ক্র নিয়ে উঠে আসা মেয়েদের নাম বা অন্যান্য যেকোনো অ-ভি-যো-গে উঠে আসা এই মামলাগুলোতে এক পিতৃতন্ত্রের গন্ধ পেয়েছে মিমি ও । তাই এই ব্যাপারে সরব হয়েছেন তিনি। করেছিলেন একটি পোস্ট যেখানে তিনি বলেছেন ,”হ্যাঁ পিতৃতন্ত্র, বলিউডে কেবলমাত্র মহিলারাই ড্রা-গ নেন । আর বলিউডের পুরুষরা ঘরে বসে রান্না করেন, ঝাড়পোছ করেন । আর ছলছল চোখে হাতজোড় করে প্রার্থনা করে বলেন – হে ভগবান, আমার অর্ধাঙ্গিনীকে রক্ষা কোরো ।”
অভিনেত্রীর এই টুইট এখন নেট দুনিয়া ছড়িয়ে পড়েছে আনাচে-কানাচে । তবে এ ব্যাপারে সরব হওয়াকে কেন্দ্র করে অনেক রকম মন্তব্য করেছেন নেটিজেনরা । কেউ বা আবার জানিয়েছে সমর্থন ।
Yes patriarchy Women in bollywood go for Hash nd drugs or whatever nd men in bollywood cook nd clean nd pray for their better half wit joined hands nd tears in eye “Bhagwan unki raksha karna”
— Mimssi (@mimichakraborty) September 24, 2020