পশ্চিমবঙ্গে কোটিতে একজন করেন এই ব্যবসা, মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন, ইনকাম দেখলে অবাক হয়ে যাবেন

নিজস্ব প্রতিবেদন: উপার্জনের জন্য প্রতিনিয়ত মানুষ নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে এই অর্থ উপার্জনের চেষ্টা কে আরো সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতেই একটা নতুন ধরনের বিজনেস আইডিয়া শেয়ার করে নিতে চলেছি।।

যারা সম্প্রতি ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করতে চাইছেন এই প্রতিবেদনটি কিন্তু তারা ভুলেও মিস করবেন না। তাহলে সুবর্ণ সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এই ধরনের একটা ব্যবসার আইডিয়া আপনাদের জীবন নিমেষেই বদলে দিতে পারে তার কারণ পশ্চিমবঙ্গে কোটিতে একজন এরকম ধরনের ব্যবসা করে থাকেন। অর্থাৎ এই ব্যবসায় কোনরকম প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে।

কোন ধরনের ব্যবসা শুরু করবেন?

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি শাটার এবং সিকিউরিটি ডিভাইসের ব্যবসার কথা। নিশ্চয়ই আপনারা প্রথমবার এই ব্যবসাটি সম্পর্কে শুনেছেন। এই ব্যবসার মাধ্যমে আপনারা চার ধরনের শাটারের পাশাপাশি বিভিন্ন ধরনের সিকিউরিটি ডিভাইস নিয়ে খুব সহজেই নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন।। মানুষের অনুপস্থিতিতে কিভাবে তার দোকান অথবা বাড়ি এই সমস্ত সিকিউরিটি ডিভাইস ব্যবহার করে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে আমরা প্রতিবেদনের পরবর্তী অংশ আলোচনা করব।

তার আগে বলে রাখি এই ব্যবসা শুরু করার জন্য মোটামুটি হাতে ১০ হাজার টাকা থাকলেই হবে। আপনারা সহজেই কোম্পানির কাছ থেকে ডিলারসিপ নিয়ে এই সমস্ত পণ্যগুলো বাজারে সেল করতে পারেন। আবার চাইলে সমস্ত কিছুর সঠিক প্রশিক্ষণ নিয়ে এগুলোর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তবে একেবারে তারা মধ্যবিত্ত সাধারণ মানুষ রয়েছেন তাদের পক্ষে কিন্তু ডিলারশিপ নিয়েই ব্যবসার কাজ শুরু করাটা বুদ্ধিমানের হবে।

আসুন এবার কিভাবে এই শাটার ডিভাইস সিকিউরিটি সিস্টেম হিসেবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই যে শাটার ডিভাইসটি দেখাবো সেটা যখন দোকানের সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু একটা বিপ করে সাউন্ড আসবে। যখনই শাটার মালিক ব্যতীত অন্য কেউ পরবর্তীতে খোলার চেষ্টা করবেন এই ডিভাইসটির কারণে কিন্তু সেটা জানা যাবে।

তবে আপনারা চাইলে এই ডিভাইসটি আরো উন্নতভাবে নিজেদের দোকান অথবা বাড়িতে ব্যবহার করতে পারেন।GSM SHUTTER হলে এখানে আপনারা একটা সিম লাগিয়ে নিতে পারবেন। সহজেই এতে আপনারা কোন অসুবিধা হলে কল অথবা মেসেজ পেয়ে যাবেন তাও আবার পাঁচটা আলাদা আলাদা নাম্বারে।Multi shutter হলে আপনারা মূল ডিভাইসটির সাথে বেশ কয়েকটা attachment পেয়ে যাবেন। যে সমস্ত দোকানে একসাথে বেশ কিছু শাটার থাকে তার মধ্যে লাগিয়ে দেবেন। তাহলে দোকানের মূল জায়গার সাথে বাদবাকি শাটার গুলো কিন্তু এটা কভার করে দেবে।

এর সাথে কিন্তু আপনারা আলাদা আলাদা পাঁচটা সেন্সর যেমন ডোর সেন্সর, উইন্ডো সেন্সার প্রভৃতি ব্যবহার করতে পারবেন ।Shutter with PIR MOTION হচ্ছে এই ক্ষেত্রে একটি আরও ডিভাইস। এটি যদি কোন দোকানে ব্যবহার করেন সে ক্ষেত্রে কল মেসেজের পাশাপাশি আপনারা কিন্তু একটা বড়সড় সাইরেন পেয়ে যাবেন দোকানে অন্য কোন ব্যক্তি প্রবেশ করলে। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের সিকিউরিটি ডিভাইস নিয়ে কিন্তু খুব সহজেই কাজ করতে পারেন।

তার জন্য কোথা থেকে পণ্য কিনবেন এবং কিভাবে এগুলো মার্কেটে বিক্রি করবেন সবকিছুই নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে, এবার সময় নষ্ট না করে সেই কোম্পানির সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। যাতে ব্যবসা শুরু করতে গিয়ে আপনাদের কোন অসুবিধা না হয়।

Safe & sound.
North durganagar,near power house.
Call or whatsapp: 9123025371

Leave a Comment