







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে অর্থ উপার্জনের জন্য যে সমস্ত ক্ষেত্র রয়েছে তার মধ্যে একেবারে অন্যতম হলো ব্যবসা। যেহেতু বিগত বেশ কিছু সময় ধরে সরকারি এবং বেসরকারি চাকরি দুটোতেই নিয়োগ প্রায় কমে গিয়েছে তাই মানুষের কাছে কিন্তু ব্যবসা ছাড়া আর দ্বিতীয় কোন উপায় নেই। বিশেষ কোন রকমের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কিন্তু এটা শুরু করা যেতে পারে।
তবে সাধারণভাবে ব্যবসা দাঁড় করানোর জন্য আপনাদের কাছে উপযুক্ত ব্যবসায়িক বুদ্ধি এবং মূলধন থাকাটা আবশ্যক। এবার দেখুন বুদ্ধি খরচ করে ব্যবসা করাটা খুব একটা কঠিন কাজ নয়, কঠিন হল ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধনের যোগান। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার কথা আপনাদের জানাবো যা মাত্র দশ থেকে বারো হাজার টাকা খরচ করেই আপনারা শুরু করতে পারবেন।




এই ব্যবসাটি করার জন্য আপনাদের কিন্তু নির্দিষ্ট কোন জায়গার প্রয়োজন নেই। বাড়ির কোন কোণাতেই একটা জায়গা করে আপনারা এই ব্যবসার কাজ শুরু করতে পারবেন। এটি হল সফট টয় বা টেডি বিয়ারের ব্যবসা। এটা শুরু করার জন্য আপনাদের প্রয়োজন হবে বিভিন্ন কোয়ালিটির তুলো,টেডি তৈরির জন্য সাধারণত যে কাপড় ব্যবহার করা হয় সেই কাপড় বা পলিভা এবং ডিজাইন করার জন্য রিবন এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক বা স্টোন এর চোখ।
মোটামুটি একটা টেডি বা বিভিন্ন ধরনের শেপের টেডি কিভাবে তৈরি করা হয় তা আপনারা সহজেই যেখান থেকে পলিভা কিনবেন সেখানে দেখে নিতে পারবেন। আবার চাইলে অনলাইন ইন্টারনেটে সার্চ করেও অনেক ভিডিও থেকে আপনারা এই কাজ কিন্তু বাড়িতে বসেই বিশ্বাস কোন খরচা ছাড়া শিখে নিতে পারেন। কমবেশি প্রত্যেক বাড়িতেই বাচ্চাদের জন্য এই টেডিবিয়ার কিন্তু ভীষণ পছন্দের একটি জিনিস। আজকাল আবার ঘর সাজানোর কাজে বা উপহার দেওয়ার জন্য অনেকের সফট টয় ব্যবহার করে থাকেন।। তাই এই জিনিসটির কখনো চাহিদার অভাব আপনাদের কাছে হবে না।




মোটামুটি প্রাথমিক অবস্থায় ১০ হাজার টাকা পর্যন্ত পলিভা কিনে আপনারা এই ব্যবসা কিন্তু নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন বাড়িতে বসেই। বড় সেলাই মেশিনের মাধ্যমে কাজ করলেই কিন্তু হবে। মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য এই ধরনের চাহিদা সম্পন্ন ব্যবসার দ্বিতীয় কোন বিকল্প হতে পারে না। যেহেতু এটা অনেকটাই ইউনিক ব্যবসার আইডিয়া, তাই আপনাদের লাভের পরিমাণও কিন্তু হবে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।
এবার আসা যাক কোথা থেকে আপনারা এই এই ব্যবসা শুরুর জন্য কাঁচামাল কিনবেন সেই কথায়! যদি আপনারা এই ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে কলকাতার বড়বাজারের যেকোনো দোকানে গিয়ে খোঁজ করতে পারেন পলিভা এবং বিভিন্ন ধরনের টেডির কাপড় কেনার জন্য। কেমন লাগলো আজকের এই বিশেষ পরিকল্পনা তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।











