







নিজস্ব প্রতিবেদন: রুপোর গয়না পরিধান করতে কমবেশি সকলেই ভালোবাসেন। বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু এটি তৈরি করা হয়ে থাকে। তবে যতই খাঁটি রুপো হোক না কেন একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু কালচে দাগ হয়ে যায় এর উপরে। তখন কিন্তু আর এই গয়না ব্যবহার করতে ভালো লাগেনা। আপনারা অনেকেই রয়েছেন যারা এই রুপোর গয়না পরিষ্কার করার জন্য বাজারের বিভিন্ন দোকানে ছুটে বেড়ান। আজ আমরা এটি বাড়িতেই পরিষ্কার করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নেব। খুব সহজেই কিন্তু বাড়িতে এই রুপোর গয়না একেবারে নতুনের মতন চকচকে করে নেওয়া যেতে পারে।




কিভাবে পরিষ্কার করবেন?
১) একটা ছোট পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে বেকিং সোডা নিয়ে তাতে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিন। ভিনেগার দেওয়ার পরে এর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেবেন। এবার এই দ্রবণের মধ্যে যে রূপোর গয়না বা যে সমস্ত উপর গয়না গুলো আপনারা পরিষ্কার করতে চান সেটাকে ডুবিয়ে রাখুন। যদি গয়নার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে দ্রবণটাও একটু বেশি করে তৈরি করবেন।




২) এবার দ্বিতীয় ধাপে গয়নাটি বের করে তার উপর একটু শ্যাম্পু ছড়িয়ে দিন। এবার যে পুরনো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করবেন তার গায়ে একটু বেকিং সোডা লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে থাকুন। আপনারা চাইলে বেকিং সোডা এবং ভিনেগার মিশ্রিত জলের মধ্যে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতেও পারেন।
৩) এভাবে কিছুক্ষণ ঘষার পরেই কিন্তু সম্পূর্ণর উপর জিনিস পরিষ্কার হয়ে যাবে। যদি মনে হয় তাতেও হয়নি সেক্ষেত্রে আপনারা পুরো প্রচেষ্টা আরেকবার ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আজকের এই বিশেষ টিপস তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।











