নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাদি। ৬৫বছরের এই বর্ষীয়ান নেতার মৃ-ত্যু হল করোনার ছোবলে। বাদল অধিবেশনের আগেই তাঁর করোনা আ-ক্রা-ন্তের খবর পাওয়া যায়। গত সপ্তাহে সুরেশ অঙ্গাদির স্বাস্থ্যের অবনতি ঘটায়,দিল্লির এইমসে তাঁকে ভর্তি করা হয়। ২৩ শে সেপ্টেম্বর বুধবার সেখানেই দে-হত্যাগ করেন তিনি। উল্লেখ্য,এই প্রথমবার কোনো কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আ-ক্রা-ন্ত হয়ে মা-রা গেছেন।
২০০৪ সালে কর্নাটকের বেলগাম থেকে সুরেশ অঙ্গাদি নির্বাচনে জয়ী হয়ে সংসদে পা রাখেন লোকসভার সাংসদ হিসেবে। ঐ আসনে ২০০৪ থেকে ২০২০ পর্যন্ত মোট চার বারের লোকসভ নির্বাচনে জয়ী হন তিনি। ১৬ বছর ধরে তিনি এক দ্বায়িত্ববান সাংসদের ভূমিকা পালনের পাশাপাশি,তার রাজনৈতিক দল বিজেপির হাত কর্নাটকের মাটিতে শক্ত করার কাজেও তিনি যথেষ্ট অবদান রেখেছিলেন।
তবে শুধু নেতা হিসেবেই নন,মন্ত্রী হিসেবেও তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সহজাত ভাবেই তিনি সাধারন মানুষের স্তরে মেলামেশা, বার্তালাপে দক্ষ ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া ট্যুইট করে জানান সুরেশ অঙ্গাদি তার “ছোট ভাইয়ের মত” ছিলেন, তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানান দেবগৌড়া।
গত ১১ সেপ্টেম্বর, করোনা আ-ক্রা-ন্ত হওয়ার খবর নিজেই স্যোশাল মিডিয়া বার্তায় জানান তিনি। তিনি লিখেছিলেন,”আমি আজ কোভিড -১৯ পজিটিভ পরীক্ষা করিয়েছি। রিপোর্ট পজেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মতো চলছি এবং ভালো আছি। গত কয়েক দিন যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সকলের অনুরোধ স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং কোনও লক্ষণ দেখা দিলে পরীক্ষা করে নিন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবরে গভীর শো-কা-হত। সুরেশ অঙ্গাদি মোদী-মন্ত্রী সভার বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী মোদী শোকপ্রকাশ করেছেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।। সুরেশ অঙ্গাদির অকাল প্রয়াণে ভারতের রাজনৈতিক মহল শোকগ্রস্ত।