







নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল সাধারণ মানুষের কাছে একটা এমন মাধ্যম যেটা ছাড়া কখনোই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আজকালকার যুগে। অনেকেই আছেন যারা নিজেদের মনের মধ্যে একটা ব্যবসা শুরু করার সুপ্ত বাসনা রেখেছেন। তবে হয়তো মূলধনের অভাবে অথবা অন্য কোন কারণে এটা সম্ভব হচ্ছে না। সেই সমস্ত মানুষদের জন্যই আমরা নিয়ে চলে এসেছি আজকের এই বিশেষ প্রতিবেদন। যেখানে খুব সহজ পদ্ধতিতে একদম অল্প খরচ একটা ব্যবসার আইডিয়া আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব।
এটি হলো খাতা তৈরি করার ব্যবসা। খাতা বা নোটবুক এই জিনিসটির প্রয়োজনীয়তা বর্তমান সময়ে ঠিক কতখানি তা কম বেশি আপনারা সকলেই জানেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অনেক অফিস কাছারিতেও ব্যাপকভাবে কিন্তু খাতার প্রয়োজনীয়তা রয়েছে।। গ্রাম শহর নির্বিশেষে দেশের প্রত্যেকটি জায়গাতেই এই প্রোডাক্টটির চাহিদা রয়েছে তাই আপনাকে পণ্যের বিক্রি নিয়ে কখনোই কোনোভাবেই চিন্তা করতে হবে না।




ব্যবসা শুরু করার জন্য কি কি প্রয়োজন?
প্রাথমিক অবস্থায় এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের দুটো মেশিনের প্রয়োজন হবে যার মধ্যে, প্রথমটি হল পেপার কাটিং মেশিন এবং দ্বিতীয় টি হল কয়েল বাইন্ডিং মেশিন। মার্কেটের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের পেপার কাজ করে আপনারা প্রথম মেশিনটির সাহায্যে খাতার প্রাথমিক ধাপ তৈরি করতে পারবেন। এবার বাইন্ডিং মেশিনের সাহায্যে আপনাকে খাতাগুলো বাঁধিয়ে নিতে হবে। খাতা তৈরি করার জন্য র মেটেরিয়াল হিসেবে লাগবে কাগজ এবং খাতা তৈরির রোল। যদি স্পাইরাল নোটবুক বা স্প্রিং লাগানো খাতা তৈরি করতে চান সেটাও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে।




কিভাবে পণ্য বিক্রি করবেন?
খাতা বা নোটবুক বিক্রি আপনারা সরাসরি মার্কেটের বিভিন্ন দোকানে মাল সাপ্লাই করেও করতে পারেন। অথবা যদি আপনাদের কাছে যথেষ্ট পুঁজি থাকে সেক্ষেত্রে সরাসরি নিজেদের দোকান খুলে আপনারা খাতা বিক্রি করতে পারেন।। তবে সব সময় চেষ্টা করবেন স্কুল বা কলেজের আশেপাশে নিজেদের দোকান খোলার। তাহলে কিন্তু আপনার দোকান দাঁড়াতে খুব একটা বেশি সময় নেবে না।
কোথা থেকে মেশিন কিনবেন?
যারা এই নোটবুক বা খাতা তৈরীর ব্যবসা বাড়িতে বসেই শুরু করতে আগ্রহী রয়েছেন একেবারে সময় নষ্ট না করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে এই দুটো মেশিন কিনে নিতে পারেন। আজকাল অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিটের তরফ থেকেও কিন্তু নোটবুক তৈরির মেশিন বিক্রি করা হচ্ছে। একটু অনলাইন প্লাটফর্ম গুলোতে চোখ রাখলে আপনারা হয়তো সেই খোঁজ ও পেয়ে যাবেন। যে ওয়েবসাইটটির কথা আমরা প্রথমে বললাম সেটি হল INDIAMART.নোটবুক তৈরির মেশিন ছাড়াও এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়।











