







নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে ফেলুন কারণ আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার কথা আপনাদের বলব, যা বর্তমান সময়ে ভীষণভাবে গ্রহণযোগ্য। একটা কথা সবার প্রথমেই যে কোন ব্যবসা শুরু করার আগে মনে রাখবেন, আপনি যে ব্যবসাটি শুরু করতে চাইছেন সেখানে যদি পণ্যের বাজার চাহিদা না থাকে তাহলে কিন্তু কোনভাবেই আপনারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে এই চাহিদা সম্পর্কে খেয়াল রাখতে হবে। চলুন এবার সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক।
কি ধরনের পাইকারি ব্যবসা করবেন?
পাইকারি ব্যবসা করার জন্য আপনাকে এমন পণ্য বেছে নিতে হবে যার বাজার চাহিদা কিন্তু কোন শেষ নেই। এই ক্ষেত্রে আপনারা মহিলাদের পোশাক পরিচ্ছদকে অবশ্যম্ভাবী হিসেবে টার্গেট করতে পারেন। রেগুলার ইউজের জন্য মহিলাদের ব্যবহার করা নাইটি এই পাইকারি ব্যবসার আদর্শ জিনিস হতে পারে। শুধুমাত্র নাইটি নয় পাশাপাশি আপনারা রাখতে পারেন।




নাইটির পাশাপাশি কুর্তি থেকে শুরু করে আপনারা রাখতে পারেন নানান ধরনের পেটিকোট এবং লুঙ্গি। তবে যাই ব্যবসায়ী করুন না কেন আপনাকে কিন্তু পাইকারি ধরে সুযোগ্য পণ্য কেনার ঠিকানা প্রথমেই খুঁজতে হবে। কারণ খুব বেশি দাম দিয়ে যদি আপনি জিনিস কিনে সেটা মার্কেটে বিক্রি করতে চান তাহলে আপনার লাভ আর ব্যবসা কোনটাই হবে না।
মূলধন এবং অন্যান্য বিষয়:
এই পাইকারি ব্যবসা করতে গেলে আপনাদের কিন্তু খুব বেশি অর্থ নেওয়ার প্রয়োজন নেই।। মোটামুটি হিসেবে হাতে ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়েই আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন। যদি আপনার পুঁজি আরও একটু বেশি থাকে তাহলে স্থানীয় বাজারে দোকানের ব্যবস্থা করতে পারেন যাতে আপনার পণ্য সাধারন মানুষের মধ্যে আরও বেশি রকমের পৌঁছে যায়। কিন্তু যদি মূলধনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়ি থেকে অনলাইনেও এই ব্যবসা শুরু করতে পারেন।




শুধুমাত্র পুরুষরা নয় বাড়িতে বসে মহিলারাও কিন্তু কমবেশি এই ব্যবসার কাজে অংশগ্রহণ করতে পারবেন। আজ আমরা আপনাদের যে দোকানের ঠিকানা দেব সেখানে ১৩৫ টাকার মধ্যেই চার ধরনের নাইটি সেট আপনারা পেয়ে যাবেন। গুণগতমান যাচাই করার জন্য প্রথমে এক বান্ডিল নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। জানিয়ে এই দোকানে পণ্যের দাম শুরু হচ্ছে মাত্র ২০ টাকা থেকে।
এখানে বিভিন্ন সুতির নাইটি থেকে শুরু করে, রেয়ন কাপড় অথবা জামদানি কাপড় সবকিছুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন। কম দামের মধ্যে এতো ভ্যারাইটি চট করে লক্ষ্য করা যায় না। যারা অল্প মূল্যে জিনিস কিনে ভ্যারাইটি অথবা রং নিয়ে অসুবিধায় পড়েন সেই সমস্ত পুরনো ব্যবসায়ীরাও কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে নিজেদের ব্যবসার একটু পরিবর্তন ঘটিয়ে নিতে পারেন।।




পাইকারি দরে পণ্য কেনার সুযোগ্য ঠিকানা:
যদি আপনারা এই নাইটির হোলসেল মার্কেটের বিক্রয়ের ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আর একেবারেই দেরি করবেন না। নিম্নে আমরা ঠিকানা সহ দোকানের যোগাযোগের নাম্বার আর তথ্য উল্লেখ করে দিলাম।




দোকানের নাম : অন্নপূর্ণা বস্ত্রালয়।
প্রোপাইটার : পিন্টু মণ্ডল।
হাওড়া থেকে এই দোকানে আসতে হলে আপনাদের কাটোয়াগামী লোকাল ট্রেনে চেপে গুপ্তিপাড়ায় নামতে হবে। সেখান থেকে গঙ্গাঘাট পার করে দোকানের ঠিকানায় যেতে হবে। শিয়ালদা থেকে আসতে হলে শান্তিপুরগামী লোকাল ট্রেনে চাপতে হবে। তারপর শান্তিপুর থেকে টোটো করে সহজেই আপনারা দোকানের ঠিকানায় পৌঁছে যাবেন।
Address : kazibari ground vivekananda nagar, santipur,Nadia,west bengal.
Contact : 8649802810/9614567142.











