







নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ার দরুন প্রতিনিয়ত আমাদের সামনে ছোট থেকে বড় নানান ধরনের ঘটনা উঠে আসে যা আমাদেরকে অবাক করে রেখে দেয়। এর মধ্যে এমন কিছু দৃশ্য থাকে যা দেখে আমাদের সোশ্যাল মিডিয়াকে কুর্নিশ জানানোর ইচ্ছে করে।আজ তেমনি একটি ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে চলেছি।
চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একটি ট্রেনের ভিডিও যেখানে দেখা যাচ্ছে,একটি ১ বছর কি দুবছরের শিশু, এবং তাঁর বাবা ট্রেনের দরজার কোণে বসে রয়েছেন। হয়তো লোকটির স্ত্রী নেই। তাঁর চাল-চলন দেখলেই বোঝা যাচ্ছে, তিনি হত দরিদ্র। তাই তাঁর কন্যা শিশুকে নিয়ে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন।




তিনি এতটাই গরিব যে শিশুকে খাবার কিনে দেওয়ার পরে আর নিজের জন্য কিছু কেনার সামর্থ্য তার হয়নি। আর কিনবেন কেন বলুন তো? বাবা মায়েরা তো এমনই হয়ে থাকে। সন্তানদের খাইয়ে নিজেরা ক্ষুধার্ত থাকেন দিনের পর দিন। এখানেও তার কোন ব্যতিক্রম ঘটেনি। কিন্তু বাবা ক্ষুধার্ত যেন তাঁর দুধের শিশুও বুঝেছে।তাই তাঁর সন্তান বাবার মুখে সেই খাবার তুলে দিচ্ছে। যা দেখে ওই লোকটি আবেগে ভেসে গেলেও সন্তানের স্পর্শে যেন তাঁর দিনটাই পূর্ণতা পেল। বাবা মেয়ের ভালোবাসার এই সম্পর্ক বেশ পছন্দ করেছেন সকলেই।
পৃথিবীর সবথেকে সুন্দর জুটি হল বাবা-মেয়ের জুটি। পৃথিবীর সকল বাবারাই নিজেদের সন্তানের জন্যে আত্মত্যাগ করতেও প্রস্তুত, আমাদের জীবনের আশ্রয়, ছাদ হল বাবা। এই ভিডিওটি যেন আমাদের সামনে এই সম্পর্কের একটা জ্বলন্ত উদাহরণ এনে দেয়। কমবেশি সমাজের সকল শ্রেণীর মানুষ কিন্তু এই ভাইরাল ভিডিওটিকে পছন্দ করেছেন।সম্প্রতি এই ভিডিওটি sankisakshi নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভাইরাল হয়েছে। এখনো পর্যন্ত কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং শেয়ার করেছেন। চাইলে আপনারাও ভিডিওটি দেখে নিজস্ব মতামত আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।
View this post on Instagram











