







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু নিজস্ব একটি ছাদের জন্য বেছে নিয়েছেন ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট। আসলে বাড়ির থেকে বেশী বর্তমানে রয়েছে ফ্ল্যাটের চাহিদা। যেহেতু এগুলো রেডি টু মুভ হয়ে থাকে তাই খুব একটা আলাদা করে খরচ করতে হয় না। কর্মব্যস্ত জীবনের সাধারণ মানুষের পক্ষে তাই এটা একটা খুবই ভালো জায়গা। পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আজ আমরা কলকাতার খুব কাছেই একটি দুর্দান্ত ফ্ল্যাটের খোঁজ শেয়ার করে নিতে চলেছি। যদি আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লাগে সেক্ষেত্রে আর একেবারেই সময় নষ্ট করবেন না। চলুন প্রথমে ফ্ল্যাট টির সম্পর্কে জেনে নেওয়া যাক।




আমাদের আজকের লোকেশন হলো চন্দননগর। এই ফ্ল্যাটটি কিন্তু সম্পূর্ণরূপে মার্বেল এবং টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। রং করা নেই শুধুমাত্র পুট্টি করা রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম, একটা বিশালাকৃতির লিভিং কাম ডাইনিং এরিয়া, দুটি বাথরুম এবং একটি কিচেন। আপাতত কিচেন টা ওপেন অবস্থায় রয়েছে তবে আপনারা চাইলে কিন্তু এটাকে দরজা লাগিয়ে পুরোপুরি বদ্ধ করে নিতে পারেন। এই ফ্ল্যাটটিতে খুব সহজে কিন্তু যে কোন ছোট ফ্যামিলি বসবাস করতে পারবেন। বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটি অবস্থিত। এটির মোট আয়তন 818 স্কয়ার ফিট।
এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন এবং জল এবং ইলেকট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যা হবে না। দুই চাকা বা চার চাকা যানবাহন থাকলে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। চন্দননগর স্টেশন থেকে রীতিমতো হাটা দূরত্বে ফ্ল্যাটটি অবস্থিত। হাতের নাগালের মধ্যেই রয়েছে স্থানীয় বাজার, স্কুল, কলেজ ব্যাংক এবং এটিএম। সমস্ত দিক বিবেচনা করে এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে ২০ লক্ষ ৪৫ হাজার টাকা। যদি আপনি এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে নিতে পারেন।।
Contact : 8240174758











