




নিজস্ব প্রতিবেদন:-মায়ের মমতা সাথে কোন কিছুর তুলনা হয় না । এই পৃথিবীতে এমন কোন জিনিস নেই যার সাথে মায়ের মমতা করা যায় । মা এমন একটি শব্দ যার সাথে আবেগ-অনুভূতি জড়িয়ে থাকে । জড়িয়ে থাকে ভালোবাসা আদর রাগ অভিমান কান্না। আমাদের চোখের সামনে এমন ঘটনা এসেছে যেখানে আমরা দেখে থাকি শুধুমাত্র মানুষের সন্তানকে নয় পশুদের সন্তানকেও সযত্নে লালন পোষণ করে চলেছে মা। আসলে মা রা দেবীর আরেক রূপ। যা মানুষ রূপে পৃথিবীতে আমাদের আশেপাশে বিরাজমান।





উপরোক্ত কথাগুলি এই কারণে বললাম কারণ মাস দুয়েক আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় এক মমতাময়ী মা কে অন্য এক সন্তানকে সযত্নে বড় করে তুলেছেন । ভিডিওটি বিশেষ তাৎপর্য হলো এটি যে কোনো কারণবশত একটি বাঁদর মারা যায় এবং সেই সময় সে মৃত মা এর সামনে বুকফাটা যন্ত্রণায় কাঁদতে থাকে তার বাচ্চাটি।
এই দৃশ্য হয়তো কোন মায়ের পক্ষে চোখে দেখা বা সহ্য করা সম্ভব নয় । তাই নিজের সন্তানের সাথে সাথে কোলে তুলে নেন ওই বাঁদর বাচ্চাটিকে । কারণ তিনি মা। সন্তানকে একলা অসহায় ফেলে তিনি কোন কাল এই যেতে পারেননি আজও পারলো না। এর পর চলতে থাকে সেই একইভাবে লালন পোষণ যেমনটা হয় মনুষ্য বাচ্চার সাথে । নিয়মিত স্নান করানো সময় মতন খাবার খাওয়ানো ঘুমপাড়ানো কি নেই যেটা করেনি ওই বাচ্চা বাঁদর টির জন্য। মাঝে মাঝে করেছে শাসন ও ।





সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই রীতিমত তোলপাড় করেছেন এই দুনিয়া । এবং নজর কেড়েছেন ইতিমধ্যে ১.২ মিলিয়ন মানুষের । রীতিমতো আবেগপ্রবণ করে তুলেছে দর্শকদের । তবে ভিডিওটি কোন জায়গার তা এখনো জানা যায়নি।ভিডিওটির ভিউজ এর পাশাপাশি তুমুল হারে বেড়েছে লাইক কমেন্ট । কেউ কেউ আবার বলেছেন মায়েরা বেঁচে থাকুক এভাবেই যুগ যুগ ধরে ।