নিজস্ব প্রতিবেদন:-সুদর্শন শক্তিশালী পুরুষত্বে ভরপুর একজন সফল পুরুষ হতে কার না ইচ্ছা হয়। সেই সব ইচ্ছে পূর্ণ তাগিদে প্রতিনিয়ত পুরুষেরা করে পরিশ্রম ।সবাই না হলেও বেশ কিছু জন আছে যারা নিজের পুরুষত্ব বজায় রাখার জন্য বা বাড়িয়ে তোলার জন্য করে কঠোর পরিশ্র।ম কিন্তু তারা হয়তো জানেন না তাদের পরিশ্রমের মধ্যে লুকিয়ে রয়েছে অন্যের বিপদের সংকেত। এমনটাই জানাচ্ছে বেশ কিছু বিজ্ঞানী ।
বর্তমান সময়ে অনেকেই নিজেকে যৌ-ন আবেদনময় হিসেবে উপস্থাপন করতে গিয়ে কিছু পুরুষ বাবা হবার ক্ষ-ম-তা হারাচ্ছেন। একটি গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। এই তথ্য সামনে আশাতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে বহু পুরুষের। তাহলে কি এতদিন তারা যেসব পরিশ্রম করল সব বেকার ? না ! তা না হলেও অন্যদিকে তো ক্ষতি হচ্ছে এটা নিশ্চিত। আরে নিশ্চিত হওয়া যায় বিবিসি বাংলার তথ্য থেকে ।
বিজ্ঞানীরা জানাচ্ছেন যে সব পুরুষেরা তাদের যৌ-ন ক্ষমতা এবং পুরুষত্ব ধরে রাখার জন্য কৃত্রিম পদ্ধতি অবলম্বন করছেন সেসব পদ্ধতির জন্য তারা হারাতে পারেন বাবা হওয়ার ক্ষমতা । এমনকি এক দুজন বিজ্ঞানী এটাও জানিয়েছেন যে পুরুষেরা পেশী বাড়ানোর জন্য যেসব স্টেরয়েড ব্যবহার করে তার ফলে কমে যেতে পারে তাদের শু-ক্রা-ণু-সংখ্যা ।
শুধুমাত্র তাই নয় চুলের টাক পড়া আটকানোর জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট বা যেসব ওষুধ ব্যবহার করা হয় তার জন্য কমতে পারে শুক্রাণু-সংখ্যা। ফলস্বরূপ আমি হতে পারেন বাবা হওয়া থেকে বঞ্চিত।তাহলে কী ভাবছেন ? আজই বন্ধ করে দিন সে সমস্ত কৃত্রিম পদ্ধতি যার জন্য আপনি হারাতে পারেন বাবা হওয়ার ক্ষমতা ।মানুষ প্রাকৃতিক ভাবে যেরকম আছে তাকে সেরকমই সুন্দর লাগে ।কৃত্তিম এর কোনো প্রয়োজন নেই ।