নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরেকটি নতুন ঘোষণা, এবার তা শ্রম আইনের প্রসঙ্গে। সদ্য অনুষ্ঠিত হওয়া হিমাচল প্রদেশের রোহতাংয়ে অটল টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান মন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে তিনি নতুন শ্রম আইনের কথা জানান।





প্রধানমন্ত্রী মোদী বলেন,” এই নতুন আইনের পর মহিলারাও পুরুষের মতো বেতন পাবেন। একই সাথে তাঁরা পুরুষদের হিসাবে এগিয়ে যাওয়ারও সুযোগ পাবে।”উল্লেখ্য, মোদী সরকার ৪৪ টি শ্রম আইনের বদলে করে চারটি শ্রম নীতি তৈরি করেছে। এরই সঙ্গে ১২ টি আইন রদ করে পুরনো ৪৪ টি আইনের মধ্যে ৩ টি আইন নতুন শ্রম নীতিতে যুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো জানান, “আমাদের আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে হাসিল করতে হলে গত শতাব্দীর নিয়ম এই শতাব্দীকে চালালে হবেনা। এরজন্য আমাদের সরকার শ্রম সংস্কারের কাজ আগামী দিনেও জারি রাখবে।”





নিজের ভাষণে বিরোধীদের প্রতি ঝাঁঝালো আক্রমণ করে জানান, “আমাদের সংস্কার রাজনৈতিক সুবিধার জন্য কাজ করা মানুষদের বিপাকে ফেলে। ওদের বোঝাতে হবে যে, আপনি বিগত শতাব্দীর ধারণা নিয়ে নতুন শতাব্দীতে প্রবেশ করতে পারবেন না।”
নতুন শ্রম আইন অনুসারে যে বেতন সংস্কার করা হয়েছে, তাতে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নারী পুরুষের সমান বেতন দিতে হবে। এছাড়াও রাষ্ট্রীয় নুন্যতম বেতন নির্ধারণ করার কথা বলা হয়েছে। এতে নির্দেশ দেওয়া আছে ওভারটাইমের বেতন দ্বিগুণ করতে হবে।এছাড়াও সমস্ত ক্ষেত্রে মহিলাদের নিয়োগ করা যাবে, এবং কোম্পানিগুলোকে মহিলা কর্মচারীদের সুযোগ সুবিধার প্রতি ধ্যান দিতে হবে যেমন ক্যান্টিন, ক্রেচ, বাৎসরিক হেলথ চেকআপের ব্যবস্থা করতে হবে।




