









নিজস্ব প্রতিবেদন:-সরকার ইতিমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা গু-লি বেসরকারিকরণের পথে হেঁটেছে এবং হাঁটছে। রাজনৈতিক মহলের একাংশের মতামত এই সিদ্ধান্তে রীতিমত আশঙ্কার মুখে ভারত বর্ষ। তবে সেই বক্তব্য যে খুব একটা ভুল না তা এর আগে প্রমাণ পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভিন্ন সিদ্ধান্ত যা মানুষের সুবিধার্থে লাগু করা হয় কিন্তু প্রকৃতপক্ষে সেটি আর মানুষের সুবিধা করে উঠতে পারে না ।





উপরন্ত হয়ে ওঠে অসুবিধার কারণ। দেশে যখন এরকম অবস্থা একের পর এক জিনিসের বেড়ে চলেছে ঠিক তখনই সে তালিকা থেকে বাদ পড়লো না রেল। চলতি বছরে বাড়তে পারে রেলের ভাড়া । এমনটাই সূত্রের খবর।এর আগে রেল এর বেশ কিছু অংশের বেসরকারীকরণ এর ফলে দাম বেড়েছে প্লাটফর্ম টিকিট । পুনেতে একটি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা উঠতে দেখা গেছে।





যা সাধারণ মানুষের পক্ষে অনেকটাই দামি। এবার সেই রেল নিয়ে আসতে চলেছে “ইউজার ডেভলপমেন্ট ফি” । অর্থাৎ এসি এবং স্লীপার কোচের যাত্রীদের জন্য অতিরিক্ত টিকিটের দাম। এ ব্যাপারে সায় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ।জি নিউজ সূত্রে খবর, পরের মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার মিটিংয়ে User Development Fees(UDF) বসানোর ব্য়াপারে সম্মতি দিতে পারে কেন্দ্র।





সেই টাকা আদায় করা হবে যাত্রীদের কাছ থেকেই। এর ফলে স্লিপার ক্লাস ও এসির টিকিটের দাম ১০-৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। মূলত এই ইউজার ডেভলপমেন্ট ফ্রী পাঁচ প্রকারের হয়ে থাকে। আসুন দেখে নেওয়া যাক তাহলে আগামী দিনে ঠিক কত টাকা বাড়তে চলেছে টিকিটের দাম।





কতটা বাড়তে পারে ট্রেনের টিকিট এর দাম ??
আসুন দেখে নেওয়া যাক ।
এসি-১ : ৩৫-৪০ টাকা।
এসি-২: ৩০ টাকা
এসি-৩: ২৫-৩০ টাকা।
স্লিপার ক্লাস: ১০ টাকা।
নয় এই সিদ্ধান্তে যাত্রীদের রীতিমতো অসুবিধার মধ্যে পড়তে হবে এমনটা মনে করছে অনেকে ।














