বছর প্রায় শেষ হতে চলেছে, আসন্ন একুশে ভোটকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে । করোনা আবহকে মাথায় রেখেই কোথাও কোথাও আবার ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি । এই ভার্চুয়াল মিটিং এর অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া । সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে সেখানে দেখা যায় লোকসভার সাংসদ এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি কে বলতে শোনা যায়” মুখ্যমন্ত্রী একজন অমানবিক মুখ্যমন্ত্রী ”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও কে কেন্দ্র করে চলতে থাকে ঘোর জল্পনা, বিতর্ক, আ-ক্র-ম-ণ । চলতে থাকে আ-ক্র-ম-ণের পর পাল্টা আ-ক্র-ম-ণ । অভিষেক ব্যানার্জীর এই ভিডিও কে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কে আ-ক্র-ম-ণ করেন বিজেপির সংসদ বাবুল সুপ্রিয়।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মহালয়া উপলক্ষে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের জন্যই তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক ব্যানার্জি একটি ভিডিও জারি করেন । সেই ভিডিওতে তিনি বলেন “মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন, কোরোনা নামের ম-হা-মারী-তে বাংলা জয় হাসিল করবেই” । কিন্তু ঠিক একই ভিডিওতে বাংলার যুবনেতা অভিষেক ব্যানার্জির এমন একটি কথা মুখ ফসকে বলে ফেলেন যাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি আ-ক্র-ম-ণে-র হাতিয়ারের শান দিতে শুরু করে।
এ বিষয়ে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় বলেন ” অমানবিক মুখ্যমন্ত্রী আমি একটুও আশ্চর্য নয় যেটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে কারণ যারা একটা শ্যুট করেছে তারাও “অমানবিক মুখ্যমন্ত্রী” দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে লিপ্ত যে ভুল করে” বেরিয়ে যাওয়া ” সত্যটি ওরা ধরতে পারেনি #TMChii ।
তার সাথে এটাও জানিয়ে রাখি ওই দশ সেকেন্ডের ভিডিও তে অভিষেক ব্যানার্জি কে বলতে শোনা যায় ” অমানবিক মুখ্যমন্ত্রী ও অ-ক্লা-ন্ত পরিশ্রম “। তৃণমূল কংগ্রেসের এই ভিডিওকে ভোটের আগে এক ধারালো হাতিয়ার হিসেবে ব্যবহার করছে গেরুয়া শিবির । কটাক্ষের সুরে তারা জানান যে ভুল করে, মুখ ফসকে হলেও সত্যি কথাটা বলেছে অভিষেক ব্যানার্জি । সৃষ্টি হয়েছে এক রাজনৈতিক চাপানউতোর তবে এর পাল্টা উত্তর এখনও অবধি স্পষ্টভাবে জানায়নি অভিষেক ব্যানার্জি ।
মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে –
"অমানবিক মুখ্যমন্ত্রী"😂আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে – কারণ যারা এটা শুট করেছে তারাও 'অমানবিক মুখ্যমন্ত্রী' দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে 'বেরিয়ে' যাওয়া এই সত্যটি ওরা ধরতেই পারেনি 🤣 #TMChhi pic.twitter.com/Y16lxnmyps— Babul Supriyo (@SuPriyoBabul) September 18, 2020