নিজস্ব প্রতিবেদন: সুন্দর ঘন চুল নারীর আকাঙ্ক্ষা। তবে বিশ্বব্যাপী ফ্যাশন স্টেটমেন্ট যেমন আমাদের হাতের মুঠোয়, তেমনি সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের চুলে অনেক সময় বিভিন্ন রকম স্টাইল করতে হয়। বিভিন্ন রকম হেয়ার কাট চুলের বিভিন্ন রকম রং ব্যবহার করানো , কখনো বা স্ট্রেইট, কখনো বা কার্লি- এসব চলতেই থাকে । এসবের কারণে চুলের কিসের স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে হারিয়ে যায়, রুক্ষ হতে থাকে চুল।





এসবের কারণেই চুল পড়ে যায়, চুলের আগা ফেটে যায়, চুলের খুশকি, চুলের স্ক্যাল্প দুর্বল হতে থাকে। এ ছাড়াও আরও অনেক সমস্যা হতে থাকে । ধীরে ধীরে দুশ্চিন্তায় ভুগতে থাকে মেয়েরা, কিন্তু সঠিক উপায় না জানার জন্য দুশ্চিন্তা থেকেই হতাশা আসে।
আপনিও কি এই সমস্যায় ভুগছেন? তাহলে এখন থেকেই চুলের যত্নে ধ্যান দিন। ভিষন কার্যকরী পদ্ধতি ঘরোয়াভাবে প্রয়োগ করতে পারেন আপনার চুলের ওপর । আসুন জেনে নেওয়া যাক সে পদ্ধতি গুলো





পেঁয়াজ:আমাদের রান্না ঘরের অন্যতম দরকারী আনাজ হলো পেঁয়াজ। এতে যেসব পুষ্টি উপাদান রয়েছে সেগুলো আমাদের চুল ও ত্বকের জন্য গুরুত্বপূর্ণ । পেঁয়াজ ব্যবহার করলে ত্বক ও চুল অনেক রোগ থেকে রক্ষা পায় । পেঁয়াজের অ্যান্টিবায়োটিক ক্ষমতা যেকোন সংক্রমনের রুখে দেয়। পেঁয়াজের ভিটামিন, সালফার, পটাশিয়াম এগুলো আমাদের শরীরে নানাভাবে পুষ্টির যোগান দেয়।
গবেষণায় দেখা গেছে পেঁয়াজের ব্যবহার চুল ভালো থাকে । সালফার নতুন চুল গজানোতে সাহায্য করে। চুল কম পড়তে, থাকে মাথায় যেকোনো রকম জীবাণুর আক্রমণ আটকে দেয়। আসুন জেনে নেওয়া যাক কিভাবে পেঁয়াজ ব্যবহার করলে আপনার চুল ভালো থাকবে।





১.কয়েক টুকরো পেঁয়াজ এটা নিয়ে রস বের করুন এবার সেই রস তেল মালিশের মত করে সরাসরি মাথায় মালিশ করুন। 30 মিনিট পর শ্যাম্পু করুন এবং চুল ধুয়ে ফেলুন।
২. পেঁয়াজের রস আধা কাপ নিন। তাতে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন । এবার এই রস নিয়মিত খেতে পারেন এমনকি মাথায় লাগাতে পারেন।
এতে যেমন আপনার হজম শক্তি বৃদ্ধি হবে, খাবার ভালো পরিপাক হবে ,তেমনই সেটা চুলের জন্যও উপকারী।





৩. তিন চামচ পেঁয়াজের রস এক চামচ নারকেল অথবা অলিভ অয়েল মিশিয়ে ভালো করে মাথার মধ্যে মাখুন । এমন ভাবে করবেন যাতে গোড়ায় পৌঁছে যায় । এতে আপনি পেঁয়াজের রস এবং তেল – দুটোরই স্বতন্ত্র গুনাগুনের ফল পাবেন।




