গোল্ড ফেসিয়াল করুন বাড়িতে কোনোরকম কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সাহায্যে।
কেমিক্যাল যুক্ত বাইরের গোল্ড ফেসিয়াল করা বন্ধ করুন আর ঘরে বসেই প্রাকৃতিক উপায় গলফ ফেসিয়াল করুন। মাসে ১ বার বা ২ বার এই প্রাকৃতিক উপায়ে তৈরি গোল্ড ফেসিয়াল ট্রাই করুন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফেসিয়াল করবেন।
১. ক্লিনজিং : প্রথমে ক্লিনজিং করতে হবে মিল্ক বা কাঁচা দুধ দিয়ে। কাঁচা দুধ তুলতে নিয়ে ভালো করে ২-৩ মিনিট মুখে ম্যাসাজ করতে হবে। ১০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
২. ক্রাবিং : ১ চামচ চিনি, ১ চামচ লেবুর রস আর ১ চামচ মোফাহ দিয়ে স্ক্রাবার বানিয়ে নিতে হবে। ৩-৫ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৩. স্টিমিং : স্ক্রাবারের পর উষ্ণ গরম জলে তোয়ালে ভিজিয়ে ৩ মিনিট ভাব দিতে হবে বা স্টিমিং করতে হবে।
৪. গোল্ড ফেস প্যাক : শেষে গোল্ড ফেসিয়াল প্যাক লাগাতে হবে। ১ চামচ টকদই, হাফ চামচ হলুদ, ১ চামচ নারকেল তেল, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু দিয়ে প্যাকটি তৈরি করতে হবে। তারপর ৫ মিনিট মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ২০-৩০ মিনিট রাখার পর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।কম সময়ে ও বিনা খরচে গোল্ড ফেসিয়াল সম্ভব।