মাত্র ১০ টাকায় প্রোডাক্ট তৈরি করে বিক্রি করুন প্রচুর দামে, এই পদ্ধতিতে ব্যবসা করলেই হবেন প্রচুর লাভবান

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন রকম ভাবে কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার। কাজ বলতে আমরা কিন্তু প্রধানত ব্যবসাকেই উদ্দেশ্য করে কথা বলছি। কারণ দেশের বাজারে সরকারি এবং বেসরকারি চাকরির অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। অথচ কিছু একটা করে তো খেতেই হবে!

এই জায়গায় দাঁড়িয়ে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ হিসেবে স্বল্প পুঁজিতে ব্যবসা আপনার জন্য লাভজনক হতে পারে। কম খরচে অনেক ব্যবসাই শুরু করা যেতে পারে, তবে আজ আমরা শেয়ার করে নেব নোটবুক বা খাতা তৈরির ব্যবসার কথা। স্কুল বা কলেজের ধারে যদি দোকান করে এই ব্যবসা আপনারা চালু করতে পারেন তাহলে আর কখনোই ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে কোনরকম দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোন ব্যবসায়ী কিন্তু মানুষের জন্য লাভজনক।

কিভাবে শুরু করবেন এই ব্যবসা?

খাতা বা নোটবুক তৈরি করার জন্য আপনাকে প্রথমেই মূলধনের উপর নজর রাখতে হবে।খাতা বা নোটবুক তৈরির ব্যবসা করতে গেলে আপনার মূল পুঁজি লাগবে মাত্র 8-10 হাজার টাকা। যা মূলত একটি মেশিন সহ কাঁচামাল কিনতে আপনার খরচ হবে। অর্থাৎ অন্যান্য ব্যবসার তুলনায় কিন্তু এখানে আপনাদের খরচ অনেকটাই কম হবে।

ব্যবসা করতে গেলে প্রথমে যে কাঁচামাল টি লাগে সেটি হল কাগজ,কাগজ ছাড়া আর যা লাগে তা হলো আঁঠা বা গ্লু,খাতার মলাট বা প্লাস্টিক,স্পাইরাল। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কলেজস্ট্রিট থেকে খুব সহজেই কেজি ধরে কিন্তু আপনারা কাগজ কিনে নিতে পারেন।। আর যদি আপনি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ঢাকা বাবুবাজার এবং মিরপুরের কাগজের মার্কেট থেকে আপনারা খুব অল্প মূল্যে কাগজ কিনতে পারবেন।

মেশিনের প্রয়োজনীয়তা এবং বিক্রি করার উপায়:

খাতা তৈরি করার জন্য যে সমস্ত মেশিনের প্রয়োজন হবে তা কিন্তু সরাসরি আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই কিনে নিতে পারবেন। এখান থেকে বিনামূল্যে প্রশিক্ষণ আর ইনস্টলেশন সহ সমস্ত সুযোগ সুবিধাই আপনাকে করে দেওয়া হবে।। বড় কোন জায়গা না থাকলে প্রাথমিক অবস্থায় বাড়ির কোন কোণাতেই মেশিন বসিয়ে আপনারা কিন্তু নোটবুক তৈরি করে তা বাজারে সাপ্লাই করে উপার্জন করতে পারেন।।

এই পণ্যের বাজারজাতকরণ নিয়ে আর আলাদা করে কোন কথা বললাম না।কারন খাতা বা নোটবুক ঠিক কোথায় বিক্রি করলে লাভবান হতে পারবেন তা কমবেশি আপনারা সকলেই জানেন। মোটামুটি এই ক্ষেত্রে প্রোডাক্ট আপনাদের ১০ থেকে ১৫ টাকার মধ্যেই তৈরি হয়ে যাবে। ৮০ টাকা পর্যন্ত দামে আপনারা এটাকে বিক্রি করতে পারবেন।

কোথা থেকে আপনারা এই মেশিন গুলি কিনবেন?

আপনারা যারা মেশিন কিনতে আগ্রহী রয়েছেন নিচের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা অথবা নম্বরে যোগাযোগ করে নেবেন।

Creative industries.
Hyderpara market, siliguri.
Contact : 9709000609/9002771995.

Leave a Comment