বাড়িতে বসেই পেন প্যাকিংয়ের কাজ করে করুন প্রচুর ইনকাম, না দেখলে মিস করবেন সুযোগ

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের মধ্যে যেভাবে বেকার যুবক-যুবতীদের সংখ্যা বেড়ে চলেছে তা ভীষণ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে, তাই বাড়িতে বসেই নিয়ে চলে এসেছি একটা দারুণ কাজের খোঁজ। শিরোনাম দেখেই আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা বাড়িতে বসে পেন প্যাকিং এর কাজের কথা বলব।

চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক যেখানে এই কাজটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি পেন প্যাকিং এর জন্য ১১০ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে,ওয়ার হাউজের তরফ থেকে।
নারী পুরুষ নির্বিশেষে এখানে সকলকেই কিন্তু নিয়োগ করা হবে তবে অবশ্যই রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত।

মোট শূন্যপদের সংখ্যা:

এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১১০। নারী-পুরুষ নির্বিশেষে এখানে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন।

কাজের ভূমিকা:

1. Pen packing
2. Billing
3. Barcode scanning
4. Supervisor
5. Many More job role available

কাজের সময় ,বেতন এবং অন্যান্য সুবিধা:

এখানে কাজের সময় থাকছে ৮ ঘন্টা এবং বেতন থাকছে ১৪,৩০০-২০,০০০ টাকা। প্রয়োজনে কোম্পানির তরফ থেকে আপনাকে থাকা খাওয়ার সুবিধা ও দেওয়া হবে। পাশাপাশি আপনারা ইন্সেন্টিভ এবং বোনাস পেয়ে যাচ্ছেন।

কাজের লোকেশান:

এখানে আপনাদের কাজের লোকেশন থাকছে নিউ টাউন, পার্ক স্ট্রিট, উলুবেরিয়া, সাঁতরাগাছি, হলদিয়া, নিউ আলিপুর, মেদিনীপুর এবং শিয়ালদহ।

শিক্ষাগত যোগ্যতা এবং শর্ত:

১) এই কাজে আবেদন করতে গেলে আপনাকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস হতেই হবে।

২) ছেলেদের ক্ষেত্রে বয়সীমা থাকছে এই কাজের জন্য ১৮ থেকে ৪৬ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছর।

কিভাবে আবেদন করবেন?

প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহকারে আপনাকে প্রথমেই কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে হবে। সেখান থেকেই আপনাকে বাকি তথ্য দেওয়া হবে।

Contact : 7478219674.

Leave a Comment