







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে যেভাবে দিন প্রতিদিন দেশে বেকার সংখ্যা বেড়ে চলেছে তাতে একটা সময়ের পর মানুষকে যে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তাতে কোন সন্দেহ নেই। এখন যেহেতু সরকারি আর বেসরকারি চাকরিতে নিয়োগ খুব খারাপ হয়ে গিয়েছে তাই সাধারণ মানুষের কাছে বিকল্প কর্মসংস্থানের খোঁজ করা ছাড়া উপায় নেই। আমাদের এই বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা এর আগেও কিন্তু বিভিন্ন কোম্পানিতে আপনাদের জন্য কাজের খোঁজ নিয়ে এসেছি।আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমুল কোম্পানিতে কাজের সুযোগ। সম্প্রতি এই কোম্পানির তরফে কর্মচারীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটাই আমরা আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব।
মোট শূন্যপদ: ৩২১
কাজের লোকেশন:
এই ক্ষেত্রে আপনাদের মাঝে লোকেশন হল ধুলাগড়, উলুবেরিয়া, নৈহাটি, বর্ধমান, ব্যান্ডেল, শ্রীরামপুর, মধ্যমগ্রাম এবং বারুইপুর।




শিক্ষাগত যোগ্যতা:
এই কাজের জন্য আপনাদের কিন্তু খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না ।শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই হবে।
কাজের ভূমিকা এবং বেতন:
এখানে আপনাদের প্যাকিং ,পিকিং ম্যানুফ্যাকচারিং এবং স্ক্যানিংয়ের কাজ করতে হবে। বেতন থাকবে ১৩,২৯০ থেকে শুরু করে ১৯,৩৯০ টাকা।




কাজের সময়:
আপনার কাজের সময় এখানে থাকবেন ৯ ঘন্টা যার মধ্যে এক ঘন্টার আপনারা ব্রেক পেয়ে যাবেন। যদি আপনারা কোন দূরবর্তী স্থানে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোম্পানি থেকে থাকা আর খাওয়ার সুবিধা ও পেয়ে যাবেন। রবিবার এবং অন্যান্য উৎসবের দিনে এখানে ছুটি থাকবে। সম্পূর্ণ কাজের পরে আপনারা মান্থলি ইনসেনটিভ পাবেন ২,৩২০ টাকা।




বয়স সীমা:
ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে এই কাজের জন্য ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর।
কিভাবে আবেদন এবং জয়েন করবেন?
এখানে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আবার কাজ পেয়ে গেলেও সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি জয়নিং হবে। যারা এই কাজের জন্য আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।
Contact : 9748636407











