অ্যালোভেরা গাছের মধ্যে এইভাবে রেখে দিন গোলাপের ডাল, কয়েক সপ্তাহেই হবে আস্ত গাছ

নিজস্ব প্রতিবেদন: আমাদের সকলেরই একটি অত্যন্ত প্রিয় ফুলের তালিকায় রয়েছে গোলাপ।। বিভিন্ন অকেশন থেকে শুরু করে অনেক বিশেষ দিনেই কিন্তু এই ফুলের ভূমিকা থাকে। সাজানোর জন্যেও কিন্তু অনেকে গোলাপের ব্যবহার করে থাকেন। বাড়িতে আপনারা খুব সহজেই কাটিং পদ্ধতির মাধ্যমে গোলাপ গাছ বড় করে তুলতে পারেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে সেই পদ্ধতি বিস্তারিত আলোচনা করে নেব। বাগান প্রেমী মানুষদের মধ্যে যারা গোলাপের চারা বাড়িতে তৈরি করতে আগ্রহী রয়েছেন নিশ্চিন্তে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন।। আশা করছি আপনাদের অনেকটাই সহায়তা হবে।

গোলাপ গাছ বড় করে তোলার স্টেপ বাই স্টেপ পদ্ধতি:

১) প্রথমেই আপনাদের গোলাপ গাছের একটি ডাল সংগ্রহ করে নিতে হবে যে কোন বড় গাছের থেকে। তারপর আপনাদের সংগ্রহ করতে হবে একটি অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা ন্যাচারাল রুটিং এলিমেন্ট হিসেবে কাজ করে থাকে। যে গোলাপ গাছের ডালটিকে আপনারা আলাদা করে রেখেছিলেন সেটা নিচের দিকের কিছুটা অংশ আপনাদের কাচির সাহায্যে প্রথমেই কেটে নিতে হবে।ডালের মধ্যে যদি কোন পাতা থাকে সেটা কেউ যতটা সম্ভব ছাটাই করে নিন।

২) এবার যে অ্যালোভেরা গাছটি আপনারা সংগ্রহ করেছিলেন সেই এলোভেরা পাতার একটি মাঝবরাবর ছুরি দিয়ে কেটে নেবেন। এমন ভাবে কাটবেন যাতে পাতার ভেতরের জেল কিছুটা বাইরে বেরিয়ে আসে এবং সেই ফাঁকা অংশে গোলাপ গাছের এই কেটে নেওয়ার ডালটি কিছুক্ষণ রাখা যায়।। যদি এই জায়গাতে আপনাদের বুঝতে কোন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন।। বেশ কিছুক্ষণ সময় এলোভেরা পাতার এই জেলের মধ্যে আপনাদের গোলাপ গাছের ওই কেটে নেওয়া ডাল রেখে দিতে হবে। তারপর একটি সুতোর সাহায্যে আপনারা সেটাকে গাছের মধ্যেই বেঁধে দিন যাতে কোনরকম ভাবে খুলে না যায়।

৩) মোটামুটি ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনারা দেখবেন ওই ডাল থেকে চারা বেরোতে শুরু করে দিয়েছে। পরবর্তী সময়ে সেইগুলিকে বের করে আপনারা ভালো করে কোন খোলা মাটিতে বা বড় টবের মাটিতে পুঁতে দেবেন যাতে গাছ সঠিকভাবে বৃদ্ধি হতে পারে। এই সময় আপনাদের গোলাপ গাছের প্রয়োজন অনুযায়ী সমস্ত ধরনের যত্ন অর্থাৎ জল দেওয়া থেকে শুরু করে সার দেওয়া সবকিছুই কিন্তু ভালো করে করতে হবে। গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আমরা পরবর্তী কোন একটি প্রতিবেদনে আলোচনা করব। গাছের ডাল থেকে এভাবে চারা তৈরির পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে প্রতিবেদনের কমেন্ট বক্সে শেয়ার করে নিতে ভুলবেন না। গাছপালা বা বাগান সংক্রান্ত যেকোনো ধরনের টিপস পেতে চাইলে আমাদের পোর্টালের পাতায় নজর রাখতে থাকুন।।

Leave a Comment