আমরা অর্থাৎ এই বাংলার মানুষ এবং বাংলার বাইরের মানুষ নুসরাত জাহানকে চিনি চিনি একজন অভিনেত্রী হিসেবে। সুপারস্টার নুসরাত জাহান বছরখানেক আগে পা রাখেন রাজনীতিতে । দিদির হাত ধরেই তার আগমন ঘটে রাজনীতিতে । এই এক বছরে বেশ ভালভাবে রপ্ত করে নিয়েছেন রাজনীতিকে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। মমতা ব্যানার্জির শিক্ষায় শিক্ষিত নুসরাত জাহান কেন্দ্রীয় শাসক দলকে একের পর এক তো-প দেগে চলেছেন ।
সামনে একুশে নির্বাচন সময়কে কাজে লাগাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এই সময় এক চুলও জমি বিজেপিকে ছাড়তে নারাজ তৃণমূল ।তাই কখনো প্রধানমন্ত্রী বা কখনো অমিত শাহ কে একের পর এক তোপ দেগে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান । সম্প্রতি নিজের একটি ভিডিও শেয়ার করতে দেখা গেছে তাকে। যেখানে তাঁকে পরোক্ষভাবে বিজেপিকে কটাক্ষ করতে দেখা গেছে ।
শেয়ার করা পুরনো সাক্ষাৎকারে ভিডিওতে নুসরাত জাহানকে দেখা গেছে বলতে ” ভগবানের স্লোগানে কোনো ক্ষ-তি নেই, জয় শ্রীরাম গলা জড়িয়ে বলুন , গলা টি-পে নয় । ” এক ব্যক্তি এই ভিডিওটি টুইট করেন এবং অভিনেত্রী রিটুইট করেন এই ভিডিওটি। নাম না করে ফের আরও একবার আ-ক্র-ম-ণ করেছে কেন্দ্রীয় শাসক দল তথা বিজেপিকে তারার বলার অপেক্ষা রাখে না ।
কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জড়িয়ে পড়েন একটি বিতর্কিত মন্তব্যে , এবং সেই মন্তব্যকে হাতিয়ার করেই সোচ্চার হয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান । সম্প্রতি এই মন্তব্য কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় ঘোর জল্পনা ।
ভাষণে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিছুটা হুমকি সুরে বলেন “পুলিশের লোক যারা নেতাদের চামচাগিরি করছেন ,পকেট ভরছেন, আনন্দে রয়েছেন, তাদের এই আনন্দ বেশি দিন টিকতে দেব না। এক বছর পরে বউ বাচ্চার মুখ দেখতে দেব না। এখানে দুনম্বরী করে ছেলেকে ব্যাঙ্গালোরে ভর্তি করছে ওদের পড়াশোনা শেষ হতে দেব না।
ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবো না। পরিযায়ী শ্রমিক বানিয়ে ছাড়বো।শুধু মাত্র এখানেই তিনি শান্ত হয়নি । তিনি আরোও সুর ছড়িয়ে বলেন ” সকালে উঠে ফোন আসে আমাদের অমুক ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশ , কি পাপ তাদের? বিজেপি করা পাপ ? যদি তাই হয় তাহলে আরো করবো কতজনকে অ্যারেস্ট করবে ওরা ?
আর ঠিক এই মন্তব্যের পরেই শুরু হয় ঘোর জল্পনা । বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জড়িয়ে পড়েন বিতর্কে। এই মন্তব্যে চলতে থাকে রাজনৈতিক চাপানউতোর । ঠিক এই ভিডিওটি শেয়ার করে নুসরাত জাহান কটাক্ষ সুরে বলেন ” এভাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাবু “সোনার বাংলা” গড়ার স্বপ্ন দেখেন । স্যার আপনার ওই রক্ত ভেজা হাতে রাজ্যের মৃ-ত্যু ও ভয়াবহতায় ডুবে যাবে “ঠিক এই ঘটনা কে কেন্দ্র করে সেদিন নবান্নে মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের এই মন্তব্য কে ধি-ক্কা-র জানান এবং পুলিশের পরিবারের সুরক্ষা ব্যাপারে কঠিন পদক্ষেপের ব্যবস্থা নেবে তারা ।
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) September 13, 2020