ইতিমধ্যেই বেজে গেছে 2021 এর বিধানসভা ভোটের দামামা। বর্তমান শাসকদলের কাছে কল্পতরু হবার সুযোগ এসে গিয়েছে। বিভিন্ন জায়গায় সরকারি চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে। আরো কিছু শূন্যপদের বিজ্ঞপ্তি আস্তে চলেছে খুব শীঘ্রই।





পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গার শূন্যপদে দশ হাজারেরও বেশি সরকারি চাকরির ব্যবস্থা করা হচ্ছে। তাড়াতাড়িই রাজ্যের বিভিন্ন জায়গায় মোট সাড়ে ১১ হাজার নিয়োগ শুরু হবে।
রাজ্য সমবায় ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ৬ হাজার নিয়োগ হবে, যার কাজ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। মোট ৭৫ টি শাখায় নিয়োগ করা হবে।





এর সঙ্গেই, রাজ্যের বিভিন্ন জেলায় ২,৬৩১টি বৈধ আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ সিএসপি তৈরি করা হচ্ছে, যেখানে সাড়ে ৫ হাজারের বেশি শূন্যপদ তৈরি হবে।
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রায় ১০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বিভিন্ন দপ্তরে ক্লার্ক ও স্টাফ পদে ৮০ টি পদে নিয়োগ করা হবে। আগামী বছরের মধ্যেই ৬০০০ শূন্যপদে চাকরি দেবার ব্যবস্থা সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে।




