







নিজস্ব প্রতিবেদন: জমি হল মানুষের জন্য এমন একটি জিনিস যার চাহিদা কখনোই কিন্তু শেষ হবেনা। দিন প্রতিদিন যেহেতু আমাদের দেশে বসতি বেড়ে চলেছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর মাথার উপর ছাদ তৈরি করার জন্য প্রত্যেক মানুষেরই ভাল লোকেশনে একটা বাজেট ফ্রেন্ডলি জমির প্রয়োজন।। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কিন্তু এই জমি পেতে কোন অসুবিধাই হয় না। বেশিরভাগ সমস্যাটাই দেখা যায় সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে।
ভালো লোকেশনে জমি পেলেও বাজেট হয়তো তাদের হাতের বাইরে চলে যায় আবার অনেক ক্ষেত্রেই বাজেট সাধ্যের মধ্যে থাকলেও লোকেশন হয়তো পছন্দ হয় না। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে এই দুটো সমস্যার সমাধান করে একটা জমি নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করছি আপনাদের আজকের জমিটি বেশ পছন্দ হবে।চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।




আমাদের আজকের লোকেশন হল চন্দননগর। মোটামুটি কলকাতার কাছে অবস্থিত এই জায়গাটিকে সকলেই চেনেন জগদ্ধাত্রী পুজোর জন্য। এখানকার নাড়ুয়া শাওলি বটতলায় একটি জমি রয়েছে। সম্পূর্ণ জমিটি বাউন্ডারি করা রয়েছে এবং সামনে রয়েছে বড়সড়ো পিচ রাস্তা। নিশ্চিন্তে বাইক এবং গাড়ি কিন্তু এই রাস্তায় ঢুকে যাবে। এখানে মোট জমির পরিমাণ হল দুই কাঠা। সহজেই কিন্তু আপনারা এই জমিতে কেনার পরেই বাড়ি তৈরি করার কাজ শুরু করতে পারবেন। কমার্শিয়াল কোন কাজের জন্য হলেও আপনারা নিশ্চিন্তেই জমিটি নিতে পারেন।।
প্রতি কাঠা এই জমির দাম নির্ধারণ করা হয়েছে ১১ লক্ষ টাকা। তবে পুরো দামটাই আলোচনা সাপেক্ষে এর উপর নির্ভর করবে। জমির যোগাযোগ ব্যবস্থার কথা বলতে গেলে আমরা বলতে পারি এখান থেকে খুব কাছেই অবস্থিত রয়েছে চন্দননগর রেলওয়ে স্টেশন। পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাংক, এটিএম, বাজার, স্কুল এবং কলেজ খুব কাছেই। জমিটি কিনতে আগ্রহী থাকলে সেক্ষেত্রে আর সময় নষ্ট করবেন না। দেরি করলে এই সুযোগ কিন্তু অন্য কারোর হাতে চলে যেতে পারে।
Contact : 8240174758.











