নিজস্ব প্রতিবেদন:-বলিউড এমন একটি জায়গা যা বছরের প্রায় সবসময়ই শিরোনামে থেকে থাকে। বলিউডের কার্যকলাপ নিয়ে সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা থাকে তুঙ্গে । সম্প্রতি সে আলোচনা যেন আরও একটু বেশী মাত্রা পেয়েছে মূলত দুটি কারণে। প্রথম দেশের এই ভ-য়া-ব-হ পরিস্থিতিতে যখন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার জন্য ব্যাকুল কিন্তু লকডাউন এর কারণে ফিরতে পারেননি বা অন্য কোন কারণে পারছিলেন না ঠিক তখন দেবতার দূতের মতন অবতার হয়েছিলেন সোনু সুদ ।
যিনি নিজে দাঁড়িয়ে থেকে হাজার হাজার শ্রমিককে বাড়ি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নেন। পর্দার ভি-লে-ন বাস্তবে সাক্ষাৎ হিরো ।এবার আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় যে কারণের জন্য বলিউড শিরোনামে থাকছে তাহলো বিতর্ক, স্বজনপোষণ ,এবং মা-দ-ক যোগ। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু ঘিরে বলিউডের পরিবেশ গরম ।আর এর নেপথ্যে রয়েছে বলিউড কুইন কঙ্গনা রানাউত ।মাঝেমধ্যে খবরের শিরোনামে দেখা যায় তাকে।
বলিউডে দীর্ঘদিন ধরে চলে আসা স্বজনপোষণের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন। তার সাথে সাথে মহারাষ্ট্র কে পাক অধ্যুষিত অঞ্চল বলার কারণে রীতিমতো মহারাষ্ট্র সরকারের রো-ষে-র মুখে পড়েছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাউত ।কিন্তু সেই কঙ্গনা রানাউত যখন একের পর এক তো-প দেগেছেন বিভিন্ন তারকা ,পরিচালকদের বিরুদ্ধে, ঠিক তখনই কঙ্গনা রানাউতের বি-রু-দ্ধে মুখ খুললেন সেই দেবতার দূত সোনু সুদ।
গতবছর কঙ্গনা রানাউতের একটি ছবি মুক্তি পায় “মণিকর্ণিকা” নামক। সেই ছবিতে সোনু সুদ ও ছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান সেই ছবির ৮০% চেঁটে ফেলেছিলেন কঙ্গনা রানাউত। বিস্ফোরক মন্তব্য সামনে আশাতে শুরু হয় জল্পনা। তিনি বলেন শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল কিন্তু মাঝপথে সিনেমা ছেড়ে আসতে বাধ্য হয়। কি ছিল তার কারণ? সেটাও তিনি উল্লেখ করেন ওই সাক্ষাৎকারে ।
তিনি বলেন ” কঙ্গনা বেশকিছুদিন আমার ভালো বন্ধু ছিল ,আমি তাকে আঘাত করতে চাই না কিন্তু ওই সিনেমাতে তার অভিনীত দৃশ্যগুলি ৮০% চেঁটে বাদ দিয়েছিল কঙ্গনা রানাউত নিজে। এমনকি মাঝপথে পরিচালককেও বাদ দিয়েছেন কঙ্গনা রানাউত। আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি বলেছিলাম পরিচালক ফিরে এলে তবে সাহায্য করতে রাজি। কারণ আমি সিনেমাটা করতে রাজি হয়েছি প্রথমত কাহিনী আর দ্বিতীয়ত পরিচালকের জন্য।
এরপর আমি জানতে পারি আমার অভিনীত দৃশ্যের প্রায় ৮০% বাদ দিয়ে দিয়েছে ।কারন পরিচালক চলে যাবার পর কঙ্গনা রানাউত নিজে ছবিটিকে শেষ করার দায়িত্ব নেন । তাঁর বি-রু-দ্ধে এই চাঞ্চল্যকর তথ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেছেন এই ছবিটির জন্য” আমি চার মাস সময় দিয়েছিলাম কাজ অসমাপ্ত অবস্থায় রেখে বেরিয়ে আসতে আমার খুব খারাপ লেগেছিল” ।