







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে জীবিকা নির্বাহের জন্য নানান রকমের পদ্ধতি রয়েছে। ভারত হলো বৈচিত্র্যময় দেশ। এখানে যেমন মানুষের সাজ পোশাকের মধ্যে বৈচিত্র রয়েছে, ঠিক তেমনি বৈচিত্র্য রয়েছে কাজের মধ্যে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটা দারুন ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যেখানে একসঙ্গে অনেক কাজ করা যাবে।
তার জন্য আপনাকে শুধুমাত্র একটি মেশিন কিনতে হবে এবং সেখান থেকেই আপনারা ১০ ধরনের ব্যবসা করতে পারবেন। তবে এটা কিসের ব্যবসা এবং কিভাবে শুরু করবেন জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আর অন্য কিছু সাহায্যের দরকার হবে না।




কিসের ব্যবসা শুরু করবেন?
এটি হলো মসলা তৈরির ব্যবসা। হলুদ গুঁড়ো থেকে শুরু করে ধনে জিরে অথবা লঙ্কার গুঁড়ো ছাড়াও আপনারা চাল থেকে চালের গুঁড়ো বা গম থেকে আটাও তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি মেশিনের সাহায্যে। অর্থাৎ নামমাত্র পুঁজিতে একটা মেশিন কিনেই সেখান থেকে আপনারা প্রায় বহু ধরনের মসলা এবং আটা তৈরির কাজ করতে পারছেন।।




আজকালকার যুগে সবাই জানেন কোথা থেকে প্যাকেজিং এর জিনিস কেনা হয়ে থাকে। মসলা অথবা আটা যাই হোক সেটা তৈরি করার পরে আপনারা কিন্তু সহজেই সেগুলো প্যাকেজিং করে বাজারের লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন আবার হোটেল অথবা রেস্টুরেন্টেও সাপ্লাই দিতে পারেন। যদি আপনাদের নিজস্ব দোকান থাকে তাহলে তো কথাই নেই।
কি ধরনের মেশিন প্রয়োজন হবে?
এই ব্যবসা শুরু করার জন্য কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। বাজারে মোটামুটি আপনারা 2HP —10HP
পর্যন্ত মেশিন পেয়ে যাবেন। তবে 2HP এর মেশিনের ক্ষেত্রে কিছু পার্টস এর সমস্যা থাকে তাই আমরা পাঠক বন্ধুদের অনুরোধ করবো যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে কম দামের মধ্যে আপনারা মোটামুটি ২৫ হাজার টাকা ব্যয় 3HP মেশিন কেনার চেষ্টা করবেন। 2HP মেশিনের দাম ১৯ হাজার টাকা থেকে শুরু রয়েছে। তবে জেনে রাখুন যে এই মেশিনগুলো কিন্তু আপনারা 5HP পর্যন্ত সিঙ্গেল লাইনে চালাতে পারবেন তবে এরপর কমার্শিয়াল লাইনের প্রয়োজন হবে। ইলেকট্রিক অফিসে আবেদন করলে খুব সহজেই কমার্শিয়াল লাইন পেয়ে যাবেন।




কিভাবে মার্কেটিং করবেন?
এই ব্যবসার ক্ষেত্রে আপনাদের আলাদা করে মার্কেটিং করতে হবে না। কারণ কাস্টমার নিজে থেকেই আপনার কাছে আসবে।যে সমস্ত পণ্যের কথা আজ আমরা বললাম সেগুলোর দৈনন্দিন জীবনে ঠিক কতটা প্রয়োজনীয়তা রয়েছে তা কম বেশি আপনারা সকলেই জানেন। সুতরাং বাজার চাহিদা আর আলাদা করে বিস্তারিত বললাম না। মেশিন কেনার জন্য আপনারা নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।
M/S,Suman enterprise
O.p road, Barrackpore,
Near Barrackpore old court.
north 24 parganas, west bengal-700120
Contact: 62891121007











