মাত্র ১ টাকা খরচে প্রয়োগ করুন এই জিনিস, কয়েকদিনের মধ্যেই প্রচুর ফলন হবে মিষ্টি কুমড়া গাছে

নিজস্ব প্রতিবেদন: বাগানপ্রেমী মানুষরা বাড়িতে কিন্তু অনেক ক্ষেত্রেই নানান ধরনের শাকসবজি অথবা ফুল ফলের গাছ লাগাতে পছন্দ করে থাকেন। বিশেষ করে মিষ্টি কুমড়ো গাছ কিন্তু আমাদের প্রায় গৃহস্থের বাড়িতেই ছাদ বাগানে রয়েছে। এই গাছের ক্ষেত্রে প্রচুর সমস্যা লক্ষ্য করা যায় একটা নির্দিষ্ট সময়ের পর।

তবে আজকের এই বিশেষ প্রতিবেদনটি ফলো করলে সেসব সমস্যা তো হবেই না বরং মাত্র এক টাকায় একটি জিনিস প্রয়োগে মিষ্টি কুমড়ো গাছে আসবে দ্বিগুণ ফলন। আপনি যদি আপনার মিষ্টি কুমড়ো গাছে এই বিশেষ সার প্রয়োগ করেন তাহলে গাছের চেহারা একেবারেই বদলে যাবে। তবে তার জন্য অবশ্যই আপনাকে আমাদের আজকের প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত পড়তে হবে।

১) প্রথমেই আপনাকে কিন্তু পুরুষফুল আর স্ত্রী ফুলের পরাগ মিলন ঘটাতে হবে। খুবই ভোরবেলায় ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে আপনারা পুরুষ ফুল দিয়ে কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারেন। মনে রাখবেন একটি পুরুষ ফুল দিয়ে আপনারা সাত থেকে আটটি স্ত্রী ফুল নিষিক্ত করতে পারবেন।

২) দ্বিতীয় পদ্ধতিতে আপনাকে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে সরিষার খোল। কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে ৩০ থেকে ৪০ গ্রাম পরিমাণে সরষের খোল ভিজিয়ে দিন। তিন দিনের জন্য এটাকে ভিজিয়ে রাখুন এবং মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করুন। তিনদিন পর এই সরিষার খোল মেশানো জলের মধ্যে আপনাদের দুটো উপাদান মেশাতে হবে,যার মধ্যে প্রথমটি হল ডিএপি এবং দ্বিতীয় টি হল এমওপি বা লাল পটাশ সার। ভালোভাবে এবার দুটো উপকরণকে জলের সাথে মিশিয়ে নিন যাতে সেগুলো সম্পূর্ণ জলে চলে আসে।

তারপর এই জলের মধ্যে আরও ৫০০ মিলি জল যোগ করুন। তাহলে এটা এক লিটার হয়ে যাবে। এবার গাছ প্রতি ১০০ মিলি করে এই তরল সারটিকে মিষ্টি কুমড়ো গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করতে হবে। আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কলার খোসা ব্যবহার করতে পারেন। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে।

৩) যে অংশে আপনারা সার প্রয়োগ করবেন তার আশেপাশের মাটি একটু আলগা করে নেবেন যাতে এটা সরাসরি প্রবেশ করে।সার কিন্তু আপনাকে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। এই বিশেষ সার শুধুমাত্র মিষ্টি কুমড়ো গাছে নয় টমেটো, লাউ থেকে শুরু করে অনেক ধরনের সবজি গাছেই কিন্তু আপনারা প্রয়োগ করতে পারবেন। ব্যাস ১০ দিনের মধ্যেই গাছের ফলাফল আপনাকে অবাক করবে।

Leave a Comment