







নিজস্ব প্রতিবেদন: নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু নানান ধরনের পন্থা অবলম্বন করে থাকেন। সবার প্রথমেই ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য মানুষের মাথায় আসে আর্থিক চিন্তা। কিভাবে জীবন যাপন করলে ভবিষ্যতে কখনো অর্থের সমস্যা হবে না এবং ভালোভাবে বেঁচে থাকা যাবে এটাই হয় মানুষের চেষ্টা।
বাচ্চাদের পড়াশোনা করানো থেকে শুরু করে সুখে সংসার করা অথবা সুস্বাস্থ্য বজায় রাখা সবকিছুই কিন্তু ভবিষ্যতের এই আর্থিক দিকের মধ্যে পড়ে যায়। অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেলে এই প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যাবে এই কথা নিশ্চিন্তে বলাই যায়। এই সমস্ত কারণগুলির কথা মাথায় রেখেই মানুষ ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা সঞ্চয় করে থাকেন। দুটোই কিন্তু মানুষের কাছে অত্যন্ত বিশ্বস্ত জায়গা।




সম্প্রতি এই ক্ষেত্রে গ্রাহকদের কথা মাথায় রেখেই বিভিন্ন ধরনের দুর্দান্ত আর সুবিধাজনক স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তেমনই একটি স্কিম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই স্কিমটির নাম হল গ্রাম সুরক্ষা যোজনা। ১৯৯৫ সালে এই স্কিমটি চালু হওয়ার পর থেকেই জনপ্রিয় স্কিমে পরিণত হয়েছে স্কিমটি। কারণ এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে নির্দিষ্ট সময়ের পর ভালো অংকের রিটার্ন পাওয়া যায়। যদি আপনারা এখানে ৫০ টাকা দৈনিক হিসেবে জমান তাহলে পূর্তি শেষে কয়েক লক্ষ টাকা পর্যন্ত সহজেই রিটার্ন পেয়ে যাবেন।




পাঠকদের মধ্যে যারা আগ্রহী রয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই স্কিমটিতে বিনিয়োগ করতে আপনার বয়স হতে হবে ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। নারী-পুরুষ নির্বিশেষে দুজনেই কিন্তু এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।৮০ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে টাকা জমাতে পারবেন। যদি মেয়াদ পূর্তির আগেই আবেদনকারীর মৃত্যু হয়ে যায় সে ক্ষেত্রে নমিনি সম্পূর্ণ টাকাটি পেয়ে যাবেন।স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনাকে মাসিক ১,৫১৫ টাকা জমা দিতে হবে। অর্থাৎ দৈনিক ৫০.৫০ টাকা জমাতে দিতে হবে।
এই পরিমাণ অর্থ জমা করলে নির্দিষ্ট সময় পূর্তির পর আপনি ৩১ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত পাবেন। যদি কোন কারনে আপনারা প্রিমিয়ামের টাকা সঠিক সময়ে জমা দিতে না পারেন সে ক্ষেত্রে অতিরিক্ত একমাস সময় আপনাকে দেওয়া হবে।। তবে এখানে আবেদন করার বিশেষ কিছু শর্ত রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল আপনাকে ভারতীয় হতে হবে।সঙ্গে ডকুমেন্ট হিসেবে আধার কার্ডের জেরক্স, ভোটের কার্ডের জেরক্স, রঙিন পাসপোর্ট ফটো এবং পঞ্চায়েত প্রদত্ত স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র থাকতে হবে। ব্যাস তাহলে আর কি! দেরি না করে আবেদন করে ফেলুন পোস্ট অফিসে এই স্কিমের জন্য।











