ইনভেস্ট করুন মাত্র ১ টাকা থেকে! লাভ হবে ১ লাখ থেকে ৩ লাখ টাকা অবধি, জেনে নিন এই গোপন ব্যবসার আইডিয়া

নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল এমন একটা মাধ্যম যেটা ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবনে এগোনো সম্ভব নয়।। যেহেতু এখন চাকরির বাজার খুব একটা ভালো নয় তাই এই ব্যবসাটাই হল সাধারণ মানুষের কাছে একটা প্রধান মাধ্যম। কিন্তু যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ঠিক কি ধরনের ব্যবসা শুরু করবেন সেই বিষয়ে কোন স্পষ্ট ধারণা রাখেন না।

আজকের এই বিশেষ প্রতিবেদনটা তাই শুধুমাত্র তাদের জন্যই। যাতে কোনরকম ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে একটা সঠিক পণ্যকে কেন্দ্র করে মানুষ ব্যবসা শুরু করে এগিয়ে যেতে পারে তার জন্যই এই বিশেষ বিজনেস আইডিয়া আমরা নিয়ে হাজির হয়েছি। চলুন আর সময় নষ্ট না করে এই প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত বিস্তারিত পড়ে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই অন্যান্য ব্যক্তিবর্গের সুবিধার্থে শেয়ার করে দেবেন।

কিসের ব্যবসা শুরু করবেন?

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব প্লাস্টিকের বিভিন্ন আইটেমের ব্যবসার কথা। বর্তমান সময়ে কিন্তু বহু দৈনন্দিন জিনিসের মধ্যেই প্লাস্টিকের ব্যবহার রয়েছে। যেমন ধরুন বিভিন্ন থালা বাটি থেকে শুরু করে নানান ধরনের টিফিন বক্স অথবা কিচেন আইটেমস।

খুব সহজেই ম্যানুফ্যাকচারার থেকে এই পণ্যগুলো কিনে আপনারা কিন্তু লোকাল মার্কেটে ব্যাপক প্রফিট রেখে বিক্রি করতে পারেন। ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এই পণ্যগুলো কিনলে খুবই স্বল্প মূল্যে আপনারা সেটা পেয়ে যাবেন। চলুন মোটামুটি পণ্যের দাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করে নেয়া যাক।

আজ আমরা এমন একটা দোকানের ঠিকানা আপনাদের সাথে শেয়ার করে দেবো যেখানে মাত্র ২ টাকা থেকে বিভিন্ন প্রোডাক্ট শুরু হচ্ছে। এখানে সিরামিকের বিভিন্ন চামচ আপনারা পেয়ে যাবেন ২ টাকা থেকে। পাশাপাশি সিঙ্গেল কোটিংয়ের প্লেট পাবেন ১৪ টাকায়। যদি ডাবল কোটিং হয় সেক্ষেত্রে প্লেটের দাম বেড়ে দাঁড়াবে ২২ টাকা। এছাড়াও রয়েছে নানান ধরনের দামের মধ্যে ট্রে, ছোট থেকে বড় বিভিন্ন বাটি এবং টিফিন বক্সের কালেকশন।

প্রত্যেকটাই কিন্তু একেবারে আলাদা আলাদা ডিজাইন আর আলাদা আলাদা দামের মধ্যে এখানে তুলে ধরা হয়েছে। যদি প্রোডাক্টগুলি দেখতে চান সেক্ষেত্রে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা দেখে একটা স্পষ্ট ধারণা তৈরি করে নিতে পারেন।এই ব্যবসা শুরু করা কিন্তু ভীষণ সহজ একটা ধাপ। পাইকারি রেটে পণ্য কিনে আপনারা খুব সহজেই সেগুলোকে লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন। আর যে ধরনের পণ্য এখানে বিক্রি করা হচ্ছে তাতে কখনোই বাজার চাহিদার অভাব হবে না একথা একেবারে নিশ্চিন্তে বলা যায়।

Shop Name : Amin plastic.
Address – umarpur, Murshidabad, West Bengal.
Contact – 9733975099.

Leave a Comment