




নিজস্ব প্রতিবেদন:-উত্তরপ্রদেশে সবথেকে বেশি ক্রা-ই-ম হয় এমনটা এর আগে কানাঘুষো শোনা যেত তবে উত্তর প্রদেশ এর হাথ্রাস ঘটনা সেই কথা কে যেন আরও ত্বরান্বিত করল । তারপরে বলরামপুরে আবার ফের ধ-র্ষ-ণ এর ঘটনা সামনে এসে ,যা রীতিমতো বারবার আঙুল তুলেছে উত্তর প্রদেশ সরকারের দিকে ।





তার সাথে সাথে প্রশ্ন তুলছে উত্তরপ্রদেশের প্রশাসনের সক্রিয়তা কে নিয়ে । যদিও এ বিষয়ে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি । প্রতিবাদ মিছিলে মাধ্যমে একরাশ ক্ষো-ভ উগরে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি যোগী আদিত্যনাথ সরকারের বি-রু-দ্ধে। কিন্তু এর আগে এই বিষয় নিয়ে তেমন সরব হননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে এবার হলেন।
রীতিমতো গোটা দেশ যখন উত্তাল উত্তরপ্রদেশে গ-ণধ-র্ষ-ণ কাণ্ড কে নিয়ে ,রাস্তায় রাস্তায় যখন চলছে মিছিল চলছে কটাক্ষ যুদ্ধ তখন রীতিমত কিছুটা চাপের মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার। তবে তার ড্যামেজ কন্ট্রোল হিসেবে এবার সরব হলেন সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সম্প্রতি টুইট করেন এবং টুইটার মাধ্যমে জানান যে উত্তর প্রদেশ রাজ্যের মা বোনদের সুরক্ষার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।





হিন্দিতে করা ওই ট্যুইট এ তিনি লিখেন উত্তরপ্রদেশে মা ও কন্যাদের যারা ক্ষ-তি করার কথা চিন্তাও করবে, তাঁদের ধ্বং-স অনিবার্য। তাঁদের এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তরপ্রদেশের সরকার সব মা ও বোনেদের নিরাপত্তা, সুরক্ষা ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এটাই আমাদের অঙ্গীকার।’
যদিও বিরোধী দলের একাংশের মত যে এরকম তিনি শুধুমাত্র এই ঘটনাকে সামাল দেওয়ার জন্য করেছেন । আদতে উত্তরপ্রদেশ এর আগেও বারবার দেখিয়েছে আর এখনো দেখাচ্ছে যে তারা নারী সুরক্ষায় ব্যর্থ । ব্যর্থ তাদের প্রশাসন । তবে তার এই অঙ্গীকার ঠিক কতটা বাস্তববাদী হয় তা শুধুমাত্র সময় বলবে ।





उत्तर प्रदेश में माताओं-बहनों के सम्मान-स्वाभिमान को क्षति पहुंचाने का विचार मात्र रखने वालों का समूल नाश सुनिश्चित है।
इन्हें ऐसा दंड मिलेगा जो भविष्य में उदाहरण प्रस्तुत करेगा।
आपकी @UPGovt प्रत्येक माता-बहन की सुरक्षा व विकास हेतु संकल्पबद्ध है।
यह हमारा संकल्प है-वचन है।
— Yogi Adityanath (@myogiadityanath) October 2, 2020