এইভাবে খুব সহজেই ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত নরম রাখতে পারবেন রুটি, শিখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: রুটি এবং ভাত হলো আমাদের দেশের দুটি প্রধান খাদ্য। কিছু মানুষ আছে যাদের ভাত না খেলে পেট ভরে না,আবার কিছু জন এমন রয়েছেন যারা রুটি ছাড়া অন্য কিছু পছন্দই করেন না । তবে কর্মব্যস্ত জীবনে প্রত্যেকদিন কিন্তু গৃহিণীদের পক্ষে ধৈর্য ধরে রুটি তৈরি করাটা সম্ভব হয় না। আটা মাখা থেকে শুরু করে বেলা সবকিছুই যেহেতু বেশ ঝামেলার কাজ তাই অনেক ক্ষেত্রেই গৃহিণীরা কিন্তু একবারে বেশি করে রুটি তৈরি করে সেটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। সেক্ষেত্রেও রয়েছে বহু ধরনের সমস্যা। রুটি খুব বেশি সময় ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু শক্ত হয়ে যায় এবং খাওয়ার উপযোগী থাকে না।। তবে এবার থেকে আর আপনাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে না কারণ আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ফ্রিজে দীর্ঘ সময় ধরে রুটি নরম রাখার কিছু টিপস আমরা এই প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করে নেব। চলুন জেনে নেওয়া যাক।

ফ্রিজে দীর্ঘ সময় পর্যন্ত রুটি নরম রাখার উপায়—

১) রুটি দীর্ঘ সময় নরম রাখার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আটা মাখার সময় সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হবে। এভাবে আটা মেখে নিলে দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে এবং রুটি তৈরি করার পর তা সংরক্ষণে সুবিধা হবে।।

২) রুটি তৈরি করার পর তা হালকা করে সেকে নিতে হবে।টেবিলে বড় করে পত্রিকা বিছিয়ে সেঁকে নেয়া রুটিগুলো বিছিয়ে শুকিয়ে নিন। এরপরে জিপলক ব্যাগ বা এয়ার টাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিন। দেখবেন খুব সহজে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে না।

৩) রুটি খাওয়ার আগে অবশ্যই ভালো করে সেকে নেবেন। এতে রুটির স্বাদ কিন্তু ভালো অবস্থায় থাকে। ছুটির দিনে বেশি করে রুটি বানিয়ে রাখুন এবং আগের তৈরি রুটি গুলি খেয়ে নিন। নতুন করে বানিয়ে রাখা রুটি আবার আপনারা বেশ কিছুদিন পর্যন্ত উপরিউক্ত পদ্ধতিতে সংরক্ষণ করে নিতে পারেন।।

সবশেষে বলবো রুটি তৈরি করার কিছু পারফেক্ট পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলিতে আপনারা যদি রুটি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা হবে।রুটির আটা মাখার সময় তাতে সামান্য গরম জল ব্যবহার করুন। তারপর সেই জল দিয়ে ভালো করে আটা মাখুন। চাইলে আটার সঙ্গে সামান্য তেলও মেশাতে পারেন।আটা মাখার সঙ্গে সঙ্গে তা দিয়ে রুটি তৈরি করবেন না। বরং একটা বাটিতে মাখা আটা রেখে তা প্লেট দিয়ে ঢেকে রাখুন। ১০-১৫ মিনিট পর লেচি তৈরি করুন।অনেকেই আছে রুটি বেলার সময় খুব বেশি পরিমানে শুকনো আটা ব্যবহার করেন।

সেক্ষেত্রে রুটি তাওয়ায় সেঁকতে দেওয়ার আগে রুটির গায়ে লেগে থাকা শুকনো আটা ভালো করে ঝেড়ে নিন। খুব গরম তাওয়ায় রুটি না সেঁকাই ভালো। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এই ধরনের আরো বিশেষ টিপস পেতে হলে আমাদের পরবর্তী লেখাগুলির উপর নজর রাখতে পারেন।

Leave a Comment