







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন বাংলা ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বিগত বেশ কিছু সময় ধরেই টিআরপি রেটিং থেকে শুরু করে অন্যান্য সমস্ত দিকেই এই ধারাবাহিক একেবারে সর্বসেরা স্থানে বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ার পাতা থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এই ধারাবাহিকের বিভিন্ন খবরাখবর আমাদের চোখে পড়ে থাকে। ঠিক যেমনভাবেই সম্প্রতি উঠে এসেছে ধারাবাহিকের সাম্প্রতিক টুইস্ট।
কিছুদিন আগেই এই ধারাবাহিকের গোটা টিম পাড়ি দিয়েছিল দার্জিলিঙে।সোনার মন ভালো করতে দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়েছিল গোটা সেনগুপ্ত পরিবার।ওদিকে দীপাও লটারি জিতে রুপাকে নিয়ে পৌঁছেছিল দার্জিলিং। সেখানে সোনার কিডন্যাপ হওয়া থেকে দীপার জেলে যাওয়া ঘটে গিয়েছে এমনই একাধিক ঘটনা। সোনার শরীর আর মনের কথা ভেবে ইতিমধ্যেই দার্জিলিং ছেড়ে কলকাতায় ফিরে এসেছে সবাই। তবে তাতে ঘটেছে আরো এক বিপত্তি।




কারণ কলকাতায় ফিরে আসতে না আসতেই সূর্য সোনাকে নিয়ে সুদূর আমেরিকা যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কিন্তু যাওয়ার পথেই আবারও ফুল মা,ফুল মা করতে ট্রমাটাইসড হয়ে অসুস্থ হয়ে পড়ে সোনা। আগামীপর্বে দেখা যাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনা। তাঁকে দেখতে ছুটে আসবে তার ফুলমা অর্থাৎ দীপা। কিন্তু প্রয়োজনে দীপা আবারও খাবার নিতে চলে যাওয়ায় সোনা আবারও অসুস্থ হয়ে পড়বে। যার ফলস্বরূপ সেনগুপ্ত বাড়ির সকল সদস্যরাই কিন্তু সূর্যকে দিপাকে বাড়ি ফিরিয়ে আনার কথা বলবে।
যদিও তাতে কোনরকম ভাবেই রাজি হবে না দীপা।এরপরেই সূর্য ব্যাগপত্র গুছিয়ে সোনাকে নিয়ে দীপার বাড়িতে চলে আসে। তখনই আসার পথে রাস্তায় ধাক্কা লেগে দোল খেলাও হয়ে যায়। সব মিলিয়ে এই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আসতে চলেছে ব্যাপক ধরনের পরিবর্তন। দর্শকেরা মনে করছেন এবার বসন্তের রঙেই সম্ভবত হতে চলেছে সূর্য আর দীপার মিলন। জানতে হলে চোখ রাখুন স্টার জলসার অন্যতম ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে।











