মাত্র ৭ দিনেই ধবধবে ফর্সা হয়ে যাবে ত্বক, বাড়িতে একবার বানিয়ে ব্যবহার করুন এই দুর্দান্ত কার্যকরী সাবান

নিজস্ব প্রতিবেদন: অনেকের ক্ষেত্রেই স্কিনের উপরে এক ধরনের কালো দাগ বা ট্যান পরে যায় এবং জেল্লা ভাব থাকেই না। এটি ঠিক করার জন্য অনেকেই কিন্তু নানান ধরনের নামিদামি ক্রিম ব্যবহার করে থাকেন। তবে সে সমস্ত কিছু না করে আপনারা বাড়িতেই এক বিশেষ সাবান বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে মাত্র ৭ দিনের মধ্যেই আপনার ত্বক হয়ে উঠবে ধবধবে ফর্সা আর উজ্জ্বল। কিভাবে এই সাবানটি আপনারা তৈরি করবেন সেই পদ্ধতি আমরা আপনাদের সঙ্গে এই বিশেষ প্রতিবেদনে পরবর্তী অংশে শেয়ার করে নেব।

সাবান তৈরি করার জন্য কিছুটা পরিমাণ কাঁচা হলুদ নিয়ে আপনাকে প্রথমেই সেটা গ্রেট করে নিতে হবে। যদি আপনাদের কাছে কাঁচা হলুদ না থাকে তাহলে অর্গানিক হলুদ ব্যবহার করতে পারেন।খোসা সমেত হলুদ গ্রেট করে নেওয়ার পরে চার চামচ মত জল দিয়ে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে আপনাদের ভালো করে ছেঁকে নিতে হবে। কাঁচা হলুদের রস তাহলে আলাদা হয়ে যাবে এই বাটির মধ্যে। কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য ঠিক কতটা উপকারী তা হয়তো আপনাদের আলাদা করে বোঝানোর দরকার নেই।। এবার এই কাঁচা হলুদের রসের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে চন্দন পাউডার, দুটি ভিটামিন ই ক্যাপসুল। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এবার একটা পিয়ার্স সাবান নিয়ে নিন এবং সেটাকে ছোট টুকরো করে কেটে ফেলুন। অন্যদিকে আপনাদের নিয়ে নিতে হবে একটা সিলিকনের সোপ মোল্ড। যদি এটা হাতের কাছে না থাকে যেকোনো কাচের বাটি অথবা স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। এবার গ্যাসে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে তাতে সাবানের টুকরোসহ বাটিটা বসিয়ে ভালোভাবে গলিয়ে নেবেন।

এবার হলুদের রসের মিশ্রণটা এর মধ্যে যোগ করে দিন। মিনিটখানেক মত নেড়েচেড়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এটাকে নামিয়ে সিলিকন মোল্ড অথবা বাটির মধ্যে দিয়ে চার ঘন্টা পর্যন্ত রেখে সেট করে নিন।। ব্যাস তাহলেই কোনরকম ঝামেলা ছাড়া বাড়িতে তৈরি হয়ে যাবে হলুদ চন্দনের এই দুর্দান্ত সাবান। ব্যবহার করুন আর মাত্র ৭ দিনেই দেখুন ফলাফল।

Leave a Comment