সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে চান, পড়ার টেবিলে রাখুন এই ফুলের গাছ, কাজ হবে ম্যাজিকের মত

নিজস্ব প্রতিবেদন: কমবেশি আমাদের আশেপাশে কিন্তু বহু বাগানপ্রেমী মানুষ রয়েছেন যারা বাড়িতে বিভিন্ন ফুলের গাছ লাগাতে অত্যন্ত পছন্দ করে থাকেন। তবে যে গাছটা প্রায় প্রত্যেক বাড়িতেই লক্ষ্য করা যায় সেটা হল জবা ফুলের গাছ। রূপচর্চা থেকে শুরু করে নিত্য পুজো সবকিছুতেই কিন্তু এই জবা ফুলের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। মা কালীর পায়ে এই রক্ত জবা নিবেদন করা হয়ে থাকে। কালী মায়ের পূজো কিন্তু এই জবা ফুল ছাড়া কখনোই হতে পারেনা। বাজারেও কিন্তু আপনারা প্রায় প্রতিদিনই জবা ফুলের মালা ব্যাপকভাবে বিক্রি হতে দেখতে পারবেন। তবে এত কিছুর মাঝে আপনারা জানেন কি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরোয়া বিভিন্ন টোটকা তেও ব্যবহার করা যেতে পারে জবা ফুল! আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি।

অনেকক্ষেত্রেই কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে‌। দিন প্রতিদিন তাদের পড়াশোনার মান খারাপ হয়ে যায় এবং পরীক্ষাতেও ধীরে ধীরে খারাপ ফল আসতে শুরু করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা টোটকা হিসেবে কাজে লাগাতে পারেন জবা ফুল। তার জন্য বাচ্চাদের পড়ার ঘরে যে কোন কোনায় একটা পাত্রের মধ্যে জবা ফুল নিয়ে রেখে দেবেন। দিনরাত অন্তর এই ফুল আপনাকে পরিবর্তন করতে হবে। এর প্রভাবে দেবী সরস্বতীর কৃপায় আপনার বাচ্চার পড়াশোনার উন্নতি হবে এবং কোনরকম বাধা-বিপত্তি থাকলে তার জীবনে সেটাও কেটে যাবে।

পাশাপাশি অনেক বাড়িতেই কিন্তু ব্যাপক পরিমাণে দাম্পত্য কলহ বা অশান্তি লক্ষ্য করা যায়; এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য বাড়ির উত্তর-পূর্ব কোনে আপনারা জবা গাছ লাগাতে পারেন। তাহলেই দেখবেন সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে আর কোনরকম কিছু নিয়েই আপনাকে চিন্তা করতে হচ্ছে না। নিয়মিত রক্ত জবা ধরনের ফুল দিয়ে মা কালীর পুজো করার চেষ্টা করবেন এবং পাশাপাশি ভক্তি সহকারে সেটা মা কালীর পায়ে অর্পণ করবেন।। দেখবেন শত্রু সংখ্যা ধীরে ধীরে কমে আসবে এবং জীবনের বহু কঠিন পথ সহজ হয়ে যাবে।

Leave a Comment