বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর প্রাক্কালে এসে উপনীত হয়েছি।বর্তমান যুগে বিজ্ঞান অনেকটাই ব্রথের চাকার মতো এগিয়ে চলেছে তার সাথে সাথে মানুষও নিজেদেরকে সেই অত্যাধুনিক কায়দায় মানিয়ে নিতে সক্ষম। তাই বিজ্ঞানকে অনেকে যেমন আশীর্বাদ বলে থাকেন তিনি অনেকেই অভিশা-প বলেন।ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবকিছুই যেন বিজ্ঞানের ছোঁয়া কিংবা আধুনিকতার ছোঁয়া।
সকলি বর্তমান যুগে স্মার্টফোনের ভাগীদার।জনৈক টেলিকম সংস্থা বাজারে আসার পরবর্তী কাল থেকেই ইন্টারনেটের ব্যবহার বহুল বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে ব্যস্ত করে তুলি।সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই অনেক কিছু ভাইরাল হয় এবং বহু জিনিস আমাদের চোখে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে বিভিন্ন দৃশ্যের সাক্ষী করে তোলে।সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া কিছু ভিডিও যেগুলো আমাদের মনকে খুশি করে তোলে তেমনি অনেক কিছু ভিডিও যেগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয়। সম্প্রতি একটি অদ্ভুত ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।ভারতবর্ষের প্রচুর স্তন্যপায়ী সরীসৃপের যেমন দেখা মেলে তেমনি বিভিন্ন পোকামাকড় কীটপতঙ্গ বসবাস। ভাইরাল হওয়া সম্প্রতি ভিডিওটিতে একটি অদ্ভুত ঘটনা চোখে পড়েছে সকল নেটিজেনদের। এবং তা দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিশাল আকৃতির দৈত্যাকার মাকড়সা একটি আস্ত পাখিকে গিলে খাচ্ছে। বিশ্বভরা জানিয়েছেন এই মাকড়সা প্রজাতির নাম এবং অভিকুলারিয়া। এই প্রজাতির মাকড়সা ট্যারেন্টুলা প্রজাতির অন্তর্গত।ভিডিওটিতে যে অভিকুলেরিয়া এরিয়া মাকড়সাটি কে লক্ষ্য করা যাচ্ছে তার দীর্ঘ পা এবং গোটা শরীর জুড়ে কাল লোমের আচ্ছাদন রয়েছে।
আর এই মস্ত দৈত্যাকার মাকড়সাটি একটি পাখি কে গি-লে খাচ্ছে। সাধারনত এই প্রজাতির মানুষের বসবাস দক্ষিণ আফ্রিকা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। এফবি খুলি দিয়া প্রজাতির মাকড়সা গাছ এবং বিভিন্ন ছোট ছোট গুলমে বসবাস করে। তাদের গোটা শরীর জুড়ে থাকে কাল লোমের আচ্ছাদন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন তাদের মূলত প্রধান খাদ্য ছোট পাখি এবং কীটপতঙ্গ। মাকড়সার এইরূপ খাদ্যগ্রহণ কে বিশেষজ্ঞরা তাঁদের নিজস্ব দৈনন্দিন কার্যকলাপ বলে অভিহিত করেছেন। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে সাদা নেট দুনিয়া তাজ্জব বনে গিয়েছেন এবং মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ লাইক এবং ভিউ অধিকারী হয়েছে এই ভাইরাল হওয়া ভিডিও টি।
An Avicularia munching on a bird. pic.twitter.com/rmwURWD3CP
— Nature is Scary (@AmazingScaryVid) September 2, 2020