এই পদ্ধতি মেনে চললেই সম্পূর্ণ কেল্লাফতে, কয়েকদিনের মধ্যেই টব ভরে যাবে গোলাপ ফুলে

নিজস্ব প্রতিবেদন: বাড়ির সৌন্দর্য বাড়াতে অথবা বাগানপ্রেমী মানুষ হিসেবে বাড়িতে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফুল বা ফলের গাছ লাগিয়ে থাকেন। গাছের যত্ন করতে করতেই এই সমস্ত মানুষদের গোটা দিনটা কেটে যায়। তবে ফলের গাছের থেকেও বেশি গৃহস্থ বাড়িতে দেখা যায় ফুলের গাছ। রংবেরঙের ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, তাই নয় পুজোর কাজেও ব্যবহার করা হয়।

বাড়িতে যে সমস্ত ফুল গাছ লাগানো হয় তার মধ্যে অন্যতম হলো গোলাপ। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সাজানোর জন্য অথবা ভালোবাসার মানুষকে নিবেদন করার জন্য গোলাপের ভূমিকা কিন্তু অন্যতম।গোলাপের একাধিক বর্ণ, কেউ বন্ধুত্ব জাহির করতে হলুদ গোলাপ বন্ধুকে দিচ্ছেন আবার কেউ বাড়িতে শান্তি ফেরাতে সাদা গোলাপের চাষ করছেন। বিয়েতে, প্রেমের প্রস্তাব দিতে গোলাপের জুড়ি মেলা ভার। তাই এই গাছকে যদি আপনি সঠিক ভাবে যত্ন না করতে পারেন তাহলে কিন্তু কিছুই হবে না।

যত্নের অভাবে গোলাপ গাছে কিন্তু কখনোই আপনার মনের মতন ফুল ভরে উঠবে না বা গাছ বড় হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই আপনাদের সাথে শেয়ার করে নেব কিভাবে গোলাপ গাছের যত্ন করলে চটজলদি এতে প্রচুর কুড়ি আসবে এবং ফুল ফুটবে। পদ্ধতিটি আমরা লাল গোলাপের উপর শেয়ার করব। এর জন্য লাল গোলাপ গাছ থেকে বেশ কয়েকটা কুঁড়ি ছিড়ে নিন।

এর আশেপাশের ডালপালাগুলোকে একটু ভালোভাবে যত্ন সহকারে পরিষ্কার করে ফেলুন। তারপর একটি অ্যালোভেরা গাছের পাতার মধ্যে কুড়িগুলি ভালো করে ঘষে নিন। একটা টবের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিন অর্গানিক মাটি।তার মধ্যে গোলাপের কুড়িগুলি ভালো করে পুঁতে জল দিয়ে ভিজিয়ে রাখুন। এইভাবেই কম রোদযুক্ত জায়গায় প্রায় ৪০ দিনের মতো রেখে দিন। এরপর দেখবেন কুড়ি দিয়েই কান্ড, পাতা সব বেরিয়েছে।

পরবর্তী ধাপে কুড়িযুক্ত গাছগুলি তুলে নিয়ে নিচের অংশ ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর অন্য আরও একটা বড় টবে অর্গানিক মাটি নিয়ে নিন। এরপর ১২০ দিনের জন্য গাছটিকে পুঁতে রাখুন। দেখবেন এই গাছ দিয়ে একেবারে ঝড়ের গতিতে গোলাপের কুঁড়ি বেরিয়ে এসে ফুল ফুটছে। যদি আপনার বাগানেও আপনি গোলাপ ছাড়া রোপন করতে চান তাহলে এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই বাগানকে করে তুলুন সুন্দর। কেমন লাগলো আজকের এই বিশেষ টিপস তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না

Leave a Comment