গত ১৪ ই জুন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এখনও সারা দেশ উথাল পাথাল তাঁর মৃ-ত্যুতে। বলিউডের অন্ধকার দিকটা উন্মোচিত হয়েছে সকলের সামনে। করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি, একতা কাপুর, সলমন খান প্রমুখের নামে মা-ম-লা দা-য়ে-র হয়েছে। অনেকেই বলিউডের স্বজনপোষন নীতি নিয়ে অধিক মাত্রায় সরব হয়েছেন।
কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, শেখর কাপুর, অনুভব কাশ্যপ এবং তাবড় তাবড় সেলিব্রিটি রা মুখ খুলেছেন বলিউডের চলতে থাকা এই নেপোটিজমের বি-রু-দ্ধে।এরই মধ্যে মা-ম-লা দা-য়ে-র হয়েছে করণ জোহর, আলিয়া ভাট, সলমন খান, একতা কাপুরের বি-রু-দ্ধে। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জে-রা করছে পুলিশ। সুশান্তের মৃ-ত্যুর কারণ ছিলো মানসিক অবসাদ- এই বিষয়টাকে প্রাথমিক ভাবে মনে করছে মুম্বাই পুলিশ।
সুশান্তের মৃ-ত্যুর জন্য সিবিআই ত-দ-ন্তের দাবিতে সোচ্চার হয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী এবং বহু সেলিব্রিটি রাও। অবশেষে সিবিআই কেস হাতে নিয়েছে সুশান্তের মৃ-ত্যুর ত-দ-ন্তে-র। সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরেই সুশান্তের মৃ-ত্যু ত-দ-ন্ত সক্রিয় ভাবে শুরু করেছে সিবিআই।সুশান্তের মৃ-ত্যু সিবিআইয়ের হাতে অর্পিত হওয়ার পরেই বিভিন্ন জল্পনার উদ্রেক ঘটেছে। সিবিআই ত-দ-ন্ত নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।
এমনিতেই তসলিমা নাসরিন বিভিন্ন বিষয়ে প্রায়শই তাঁর মতবাদ জানিয়ে থাকেন। তবে এর আগে তিনি বলিউডে নিয়ে কোনো মতামত ব্যক্ত করেননি। তিনি বলেছেন, “আমার একটি বোন নিউইয়র্ক এ থাকে, সে রায় শোনার জন্য সারারাত ঘুমাতে পারেনি। ও বিশ্বাস করে যে , সুশান্তকে নাকি ঠান্ডা মাথায় খু-ন করা হয়েছে। একজন অভিনেতার জন্য দেশের মানুষের এত আবেগ এর ব-র্ষ-ণ আগে কখনো দেখা যায়নি। কিন্তু এখন সিবিআই যদি রিপোর্ট জারি করে যে, সুশান্তের মৃ-ত্যু হল আ-ত্মহ-ত্যা তাহলে তখন কি হবে?”