ক’রোনার আ-ব-হে ভারত তথা সারা বিশ্বে মৃ’ত্যুর একটা কা’লো ছায়া ঘনি’য়ে এসেছে। আমেরিকা, রাশিয়া, ভারত, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি সহ আরো অন্যান্য দেশে ক’রোনা দা’পি’য়ে স’ন্ত্রাস চালাচ্ছে। সকলেই মৃ’ত্যু’র আ’ত’ঙ্কে প্রহর গুনছেন। কবে সমস্ত কিছু স্বা’ভা’বিক হবে সেই আশায় দিন গুনছেন সকলেই। এক লহমায় সমস্ত চেনা পরিচিত চিত্রগুলোকে পাল্টে দিয়েছে এই মা’রণ রোগ।
ভারতে মহারাষ্ট্রের মধ্যে ক’রো’নার প্র’কোপ সবথেকে বেশি দাঁড়িয়েছে। রাশিয়া ক’রো’নার ভ্যাকসিন আবিষ্কার করেছে। ভারতের সিরাম ইনস্টিটিউটও খুব শীঘ্রই ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে বলে জানিয়েছে। অবশেষে একটু আশার আলো দেখছে বিশ্ববাসী।কিন্তু এই ভয়া’বহ আবহের মধ্যেই ক্যা’ন্সার নিয়ে আশ’ঙ্কা’জনক তথ্য পেশ করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।
আই সি এম আর জানিয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে ক্যা’ন্সা’র রো’গের প্র’কোপ আরো বৃদ্ধি পাবে। এই তথ্য সামনে আশায় খুবই চি’ন্তি’ত দেশবাসী।তথ্য মারফত জানা গিয়েছে যে, এই চালু বছরে ক্যা’ন্সা’র আ’ক্রা’ন্তের সংখ্যা ১.৩৯ মিলিয়ন। ২০২০ সালে মোট ক্যা’ন্সা’র আ’ক্রান্ত’দের ২৭.১% ক্যা’ন্সার এসেছে তামাকজাত দ্রব্য থেকেই। এই হার সবথেকে বেশি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে।
তামাকজাত দ্রব্যের ক্যা’ন্সা’রের পরেই অবস্থান করছে মহিলাদের স্ত’ন ক্যা’ন্সার এবং গ্যাস্ট্রো’ইন’টেস্টাইনাল ক্যা’ন্সার। পুরুষদের মধ্যে ফুসফুস, পাকস্থলী এবং মুখের ক্যা’ন্সার সবথেকে বেশি বলে রিপোর্ট এর মাধ্যমে জানা গিয়েছে। আই সি এম আর এবং ন্যাশনাল সেন্টার ফুট ডিজিজ ইনফরমেটিক্স এন্ড রিসার্চ এর যৌথভাবে এই রিপোর্টে জানা গিয়েছে যে, ২০২০ সালে পুরুষদের মধ্যে নতুন করে ক্যা’ন্সার আ’ক্রা’ন্ত হয়েছে প্রায় ৬,৭৯,০০০ জন।
২০২৫ সালে এটা বেড়ে দাঁড়াতে পারে ৭,৬৩,০০০ জন। মহিলাদের মধ্যে এই বছরে এখনও পর্যন্ত ক্যা’ন্সার আ’ক্রা’ন্তের সংখ্যা রয়েছে ৭,১২,০০০ যা পরবর্তী পাঁচ বছরে দাঁড়াতে পারে ৮,০৬,০০০ জন। অর্থাৎ আগামী 2025 সালের মধ্যে ক্যা’ন্সার আক্রান্তের সংখ্যা ভারতে 12 শতাংশ বৃদ্ধি পেতে পারে।
এই তথ্য যথেষ্ট উ’দ্বে’গ বাড়িয়েছে সারা দেশবাসীর। এমনিতেই তামাকজাতীয় যে কোন পদার্থ থেকে সমস্ত দেশবাসীকে বারবার দূরে থাকতে অনুরোধ করা হচ্ছে। তামাক সেবন শরীরের পক্ষে যথেষ্ট ক্ষ’তি’কর। ক্যা’ন্সা’রের প্রধান কারণ হলো তামাক।