নিজস্ব প্রতিবেদন:-রাজনীতিতে অনেক বছর হলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেছেন কুড়ি বছর। সেই ৭ ই অক্টোবর ২০০১ থেকে শুরু করে আজ ৭ ই অক্টোবর ২০২০ । এই কুড়ি বছর কেটেছে বিভিন্ন অভিজ্ঞতার ,বিভিন্ন সমালোচনা ও প্রশংসার সাথে সাথে ও প্রশংসার সাথে সাথে। এমনটাই মনে করেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ।





কারণ আজ ৭ ই অক্টোবর ২০২০ তার মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর যাত্রার কুড়ি বছর পূর্ণ হল। দীর্ঘ এই রাজনীতিরতে তিনি পেয়েছেন বিভিন্ন ধরনের মানুষকে। কখনো কেউ পাশে থেকেছেন তো কখনো আবার ছেড়ে দিয়েছে হাত । কিন্তু এই দীর্ঘ লড়াইয়ের তিনি দমে যাননি । বরং এগিয়ে গেছেন সাহসিকতার সাথে ।
রাজনৈতিক কারণে মতবিরোধ থাকতেই পারে আসতেই পারে বিভিন্ন সমালোচনার ঝড়, প্রশ্ন এবং এমনটা হয়েছে তার সাথে, কিন্তু দীর্ঘ কুড়ি বছর পূর্ণ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা তাকে জানিয়েছে শুভেচ্ছা অভিনন্দন। রীতিমতো সেইসব পেয়ে তিনি পেয়ে তিনি আপ্লুত দেশবাসীর কাছে।





দীর্ঘ ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ তে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন নরেন্দ্র মোদি । এই দীর্ঘ ৭ বছর তিনি নিজেকে সঁপে দিয়েছেন দেশের কাজে । এমনটাই মনে করছেন অনেকে । তবে আজকের দিন উপলক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলছে তা জানাবো আপনাদের।
আগামীকাল রাত এগারোটায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি টুইট করেন এবং ওই টুইট এ তিনি লিখেন ‘ছোটবেলা থেকেই আমার মনে ধারণা গড়ে ওঠে যে, জনতা-জনার্দন ঈশ্বরের রূপ এবং গণতন্ত্র ঈশ্বরের মতোই শক্তিমান। এত দীর্ঘ সময় ধরে দেশবাসী আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পালনের জন্য আমি সম্পূর্ণ ঐকান্তিক ও আন্তরিক প্রয়াস করেছি’।





তিনি লিখেছেন, আজ যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশীর্বাদ ও ভালবাসা পাচ্ছেন, সেজন্য কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা তাঁর জানা নেই। দেশের সেবা, গরিবদের কল্যাণ ও ভারতকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়ার যে সংকল্প সকলের রয়েছে, তা সবার আশীর্বাদ ও ভালবাসায় আরও শক্তিশালী হবে।
শুধু মাত্র এখানেই থেমে থেমে থাকেননি তিনি । আরও লিখেছেন যে ‘কেউ এমন দাবি করতে পারে না যে আমার কোনও খামতি নেই। এত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পদে এত দীর্ঘ সময়..একজন মানুষ হিসেবে আমারও ভুলত্রুটি হতে পারে। আমার সৌভাগ্য যে এই সব সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের ভালবাসা উত্তরোত্তর বাড়ছে’।। এর পাশাপাশি তিনি দেশবাসীর কাছে চেয়ে নিয়েছেন ভালোবাসা স্নেহ মায়া-মমতা। যাতে আগামী দিনে তিনি আরও দায়িত্বের সাথে দেশের কাজ করে যেতে পারেন ।
कोई व्यक्ति कभी यह दावा नहीं कर सकता कि मुझमें कोई कमी नहीं है। इतने महत्वपूर्ण और जिम्मेदारी भरे पदों पर एक लंबा कालखंड… एक मनुष्य होने के नाते मुझसे भी गलतियां हो सकती हैं।
यह मेरा सौभाग्य है कि मेरी इन सीमाओं और मर्यादाओं के बावजूद आप सबका प्रेम उत्तरोत्तर बढ़ रहा है।
— Narendra Modi (@narendramodi) October 7, 2020




