নিজস্ব প্রতিবেদন :-প্রচলিত প্রথা অনুযায়ী মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর চলে যেতে হয় শ্বশুরবাড়িতে। এত বছর যে বাড়িতে বেড়ে উঠলো সেই বাড়ি ছেড়ে যেতে হয় অন্যের বাড়িতে, যেটা কোন মেয়ের কাছে মোটেও সুখের বা খুশির হয়না । কিন্তু সেই অন্যের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যাওয়ার পর যদি এমনটা ঘটে যে দেখা গেল স্বামী তার মাতাল তাহলে? তাহলে বোধহয় সেই মেয়েটির আর দুঃখের শেষ থাকে না। একে নিজের বাড়ি ছেড়ে এসে অন্যের বাড়িতে আসার যন্ত্রণা, তার উপর স্বামী যদি এরকম হয় তাহলে কোন মেয়ে ভালো লাগে?
এমনটাও হতে দেখা গেছে যে বারবার তার স্বামীকে সঠিক পথে আনার জন্য চেষ্টা চরিত্র চালিয়ে গেছে স্ত্রী, কিন্তু স্ত্রীর কথা কানেই তোলেনি স্বামী। ফলস্বরূপ পারিবারিক ঝামেলা অশান্তি লেগেই থাকে, লেগে থাকে বধূ নির্যাতনের মতো সামাজিক অপরাধ। কিন্তু কোথাও কোথাও আবার এটাও দেখা যায় যে স্বামীকে সঠিক পথে আনার জন্য রীতিমতো চন্ডী রূপ ধারণ করেন মেয়েরা। নারীশক্তির প্রকাশ ঘটায় প্রতিটি পদে-পদে। এরকমই একটি ঘটনা ঘটে বেশ কিছুদিন আগে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় ।ওই ভাইরাল হওয়া ভিডিও দেখা যায় যে এক স্ত্রী তার স্বামীকে একটি খুঁটির সাথে হাতে পায়ে দড়ি বেঁধে বে-ধ-ড়ক পে-টাচ্ছে। কিন্তু কেন? ভিডিও দেখলেই বোঝা যাবে যে স্বামীটি ছিল পার মাতাল। শত বারণ করা সত্ত্বেও স্ত্রীর কথায় কর্ণপাত করেনি ।স্বামী বাড়ি ফিরতে শুরু হতো অশান্তি। সেই অশান্তি কে মূলত বন্ধ করার জন্য স্ত্রীর এই পদক্ষেপ। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নারী-পুরুষ অনেকে ।
খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিওটি মানুষের সামনে আসতে দু রকম প্রতিক্রিয়া মূলত দেখা গেছে। কেউ কেউ বলেছেন যে “এরকম ভাবে বেধড়ক না পিটিয়ে ভালোভাবে বোঝলেও পারতো ” । আবার কেউ কেউ বলেছে” একদম উচিত শিক্ষা দেওয়া হয়েছে ” । কেউ কেউ আবার কমেন্টে ব্যাঙ্গের ছেলে লিখেছে” আমার যদি এরকম একটি বউ থাকতো ” । তবে সর্বোপরি সব ঘটনা কে পিছনে ফেলে এটা আরো একবার প্রমান হলো যে প্রয়োজনে নারীরা সব পারে ।
Wife caught husband drinking
Via WhatsApp pic.twitter.com/BWcpPk1uZL— श्वान 卐卐 (@Ayravata) September 13, 2020