গরমকালে কেমন ভাবে নেবেন ছোট শিশুদের ত্বকের যত্ন! জেনে নিন বিশদে

নিজস্ব প্রতিবেদন: গরমকাল হলো বছরের এমন একটা সময় যখন আমাদের সকলেরই নিজেদের শরীরের একটু আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তাহলে সেই একই যত্ন ছোট বাচ্চাদের জন্য কেন নেওয়া হবে না! বাচ্চাদের ত্বক কিন্তু অনেকটাই সেনসিটিভ হয়ে থাকে বড়দের তুলনায়। সুতরাং আপনারা যদি একটু ভালোভাবে তার যত্ন না নেন সে ক্ষেত্রে কিন্তু নানান ধরনের অসুবিধা দেখা দিতে পারে তাদের শরীরে। আজকে আমরা পাঠক বন্ধুদের জন্য তাই ছোট্ট শিশুদের গরমে ত্বকের যত্ন কিভাবে নেওয়া যেতে পারে সেই সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন শেয়ার করে নেব। আশা করছি এটা আপনাকে অনেকটাই সহায়তা করবে।

শিশুদের ত্বকের যত্নের জন্য কি কি করবেন?

১) গরমকালে শিশুকে কিন্তু প্রতিদিন আপনাকে স্নান করাতে হবে এবং যতটা সম্ভব ধুলোবালি থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে।

২) সর্বদা বাইরে গেলে শিশুর জন্য বিশুদ্ধ জল সঙ্গে রাখবেন। তাকে যেন গরমকালে বাইরের জল না খেতে হয় সেই দিকে নজর দেবেন।

৩) গরমকালে যেহেতু প্রচুর পরিমাণে ঘাম হয়ে থাকে তাই কিছুক্ষণ অন্তর অন্তর শিশুকে কিন্তু সেটা মুছিয়ে দিতে হবে। এতে যেমন ত্বকের ক্ষতি হতে পারে ঠিক তেমনভাবেই ঘাম শুকিয়ে গেলে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে।

৪) যতটা সম্ভব হালকা আর নরম খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এই সময়। খুব বেশি ভারী খাবার খেলে কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে।

৫) সর্বদা শিশুর ত্বক ভালোভাবে পরিষ্কার রাখবেন যাতে কোন রকমের ঘামাচি বা ফুসকুড়ি জাতীয় সমস্যা না হয়।

৬) ত্বকের সমস্যা দূর রাখার জন্য জল খাওয়ানো টাও কিন্তু ভীষণভাবে জরুরী তাদেরকে। তাই সেই দিকে অবশ্যই নজর রাখবেন।

৭) সদ্যজাত শিশুদের সবসময় ঢেকে রাখতে হবে যেন শরীর উষ্ণ অবস্থায় থাকে। তবে খুব বেশি মোটা কাপড় দিয়ে ঢাকবেন না তাহলে কিন্তু শিশুরা ঘেমে যাবে।

৮) গরমের সময় খুব বেশি পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায়। খেয়াল রাখবেন এর থেকে যেন শিশুরা কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

Leave a Comment