







নিজস্ব প্রতিবেদন : চলচ্চিত্র জগতের আনাচে-কানাচে এমন বহু প্রতিভা রয়েছে যারা কালের নিয়মে একটা সময় পর্দায় ঝড় তুলে হারিয়ে যান। তবে এর মধ্যে কিছু মানুষ এমনও রয়েছেন যারা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অত্যন্ত অল্প কাজের মাধ্যমেই। তবে ভাগ্যের ফের তাদেরকে শেষ পর্যন্ত টিকিয়ে থাকতে দেয় না।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমনই একজন নায়িকার কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। যারা ৯০ এর দশকের বাংলা সিনেমা দেখেছেন তাদের হয়তো কম বেশি সকলেরই বাংলা ছবির ছোট বউকে মনে রয়েছে?যার আসল নাম ছিল দেবিকা মুখার্জি। ১৯৮৮ অঞ্জন চৌধুরীর পরিচালনায় ছোট বউ সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী দেবিকা।




দজ্জাল শাশুড়ির বিরুদ্ধে বেশ নাটকীয় প্রতিবাদী চরিত্রে তার এই অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল অল্প সময়েই। আজ এত বছর পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এই ছবির জনপ্রিয়তা কমে যায়নি। এখনো এমন অনেক মানুষ রয়েছেন যারা এই ছবি দেখে চোখের জল ফেলে। এই ছবিতে দেবিকার বিপরীতে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেবিকা আর প্রসেনজিতের জুটি সেই সময় দর্শকদের কিন্তু অত্যন্ত পছন্দ হয়েছিল। যদিও ছোট বউ সিনেমাতে অভিনয় করার পর তাকে আর বিশেষ কোনো সিনেমাতে কিন্তু দেখা যায়নি।
একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে কিন্তু দেবিকার আরো সিনেমা করা উচিত ছিল! তিনি কেনই বা হারিয়ে গেলেন? এই প্রশ্ন কিন্তু কম বেশি অনেক দর্শকের মনেই রয়েছে.. প্রসঙ্গত ছোট বউ চলচ্চিত্রে অভিনয় করার পর আচমকাই নিজের সংসার নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে গিয়েছিলেন দেবিকা। পাশাপাশি তিনি থিয়েটারে অভিনয় করতেন। বড় পর্দা থেকে বেশি থিয়েটারেই মনোযোগ দিয়েছিলেন দেবিকা।




জানা যায় তার এক একটি থিয়েটার প্রায় 84 থেকে 100 টি করে শো পেয়েছে। তবে সাম্প্রতিক তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার নিজের ছবির কোন রকমের রোস্ট বা মিম দেখলে কিন্তু তিনি খুবই কষ্ট পান। একসময় তার ছবি দেখে মানুষ হাততালি দিয়েছিল কিন্তু বর্তমানে সেগুলি হাসির খোরাকে পরিণত হয়ে গিয়েছে দেখে দেবিকা অনেকটাই দুঃখ প্রকাশ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য অভিনয় ছাড়াও বর্তমানে তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ।একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গেও কিন্তু তিনি যুক্ত রয়েছেন। তবে এত কিছুর মাঝেই দেবিকার আক্ষেপ থিয়েটার এবং ছোট বউ সিনেমাতে অভিনয় করার পরে কিন্তু তিনি চাইলে আরো বেশ কিছু সিনেমায় নিজেকে তুলে ধরতে পারতেন।। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠল না। দেবিকা মুখার্জিকে যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি একটি লাইক করতে ভুলবেন না। পাশাপাশি এই তথ্য সম্পর্কে আপনাদের নিজস্ব কোন মতামত থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করে নিতে পারেন।











