







নিজস্ব প্রতিবেদন : বেশিরভাগ বাড়িতেই এখন মডিউলার কিচেন হয়ে গিয়েছে। অনেকেই কিন্তু বেশ যত্ন সহকারে এগুলোকে করে থাকেন। এই অবস্থায় যদি সিঙ্ক basin বা জলের কল এর মধ্যে কোন রকমের দাগ হয়ে যায় কেমন লাগবে বলুন তো! দীর্ঘ সময় ধরে এগুলো পরিষ্কার না করার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু কঠিন ময়লা বা আয়রনের দাগ এগুলোর উপরে আস্তরণ সৃষ্টি করে।
ফলস্বরূপ এগুলো দেখতে যেমন একদিকে দৃষ্টিকটু লাগে ঠিক তেমনভাবেই কিন্তু ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে এগুলি পরিষ্কার করার একেবারে সহজ পদ্ধতি শেয়ার করে নিতে চলেছি।। একজন গৃহিণী হিসেবে আশা করছি এই প্রতিবেদনটা আপনার কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন।




রান্নাঘরের সিঙ্ক অথবা বেসিন এবং বাথরুমের ট্যাপ পরিষ্কার করার পদ্ধতি:
১) যে পদ্ধতিতে আপনারা খুব সহজেই রান্নাঘরের সিঙ্ক অথবা বেসিন এবং পাশাপাশি বাথরুমের ট্যাপ পরিষ্কার করে নিতে পারবেন সেটি এখানে আমরা ভালো করে আলোচনা করতে চলেছি। এর জন্য আপনাকে প্রথমেই টুথপেস্ট আর হোয়াইট ভিনিগার দিয়ে একটা দ্রবণ তৈরি করে নিতে হবে। যেটাকে একটি পুরনো টুথব্রাশের সাহায্যে ভালো করে সিঙ্ক, বেসিন অথবা ট্যাপের গায়ে আপনারা ঘষতে থাকুন।




মোটামুটি মিনিট পাঁচেক সময় আলতো ভাবে যদি আপনারা কোন স্ক্রাবার বা পুরনো টুথব্রাশের সাহায্যে এই কাজ করতে পারেন তাহলেই কিন্তু দেখবেন এটি একেবারে নতুন চকচকে হয়ে পড়েছে। যত দিনেরই যদি দাগ হোক না কেন তা কিন্তু আর থাকবে না। অত্যন্ত সহজ একটা উপায় এবং আপনাদের বেশি কোন অর্থ খরচ করতে হবে না। সুতরাং বাড়িতে আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখবেন।।প্রয়োজনে প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। এবারে বিশেষ কিছু জিনিস জেনে নেওয়া যাক।




২) দীর্ঘ সময় ধরে বেসিন পরিষ্কার না করলে কিন্তু দুর্গন্ধ এবং জীবাণু সংক্রান্ত সমস্যায় অসুবিধা হতে পারে। বেসিনে ন্যাপথলিন ব্যবহার করুন, দুর্গন্ধ এড়ানো যায়। দিনের শেষে বেসিনের মধ্যে গরম জল ঢেলে দিলে পাইপের মধ্যে থাকা জীবাণু মরে যায়। মাঝেমধ্যে বেসিনে লবণ ছড়িয়ে রাখতে পারেন। এতেও জীবাণু প্রতিরোধ সম্ভব। বেসিনের কল কিন্তু আপনারা প্রয়োজন ছাড়া বন্ধ রাখার চেষ্টা করবেন কারণ ক্রমাগত জল পড়তে থাকলে স্বাভাবিকভাবেই বেশি দাগ তৈরি হবে।
কেমন লাগলো আজকের এই বিশেষ টিপস তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও টিপস পেতে চাইলে আমাদের অন্যান্য প্রতিবেদন গুলোর উপর নজর রাখতে থাকুন।











