এইভাবে বাড়িতে পরিষ্কার করে নিন রুপোর তৈরি যে কোন জিনিস, শিখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: কমবেশি আমরা সকলেই কিন্তু রুপোর তৈরি বিভিন্ন গহনা থেকে শুরু করে নানান ধরনের জিনিস ব্যবহার করে থাকি। যত খাঁটি রূপো হোক না কেন একটা সময়ের পর কিন্তু তা কালচে ভাব ধারণ করে। বাজারের বিভিন্ন জিনিস ব্যবহার করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করে থাকেন অনেকেই। তবে সে সমস্ত কিছুর না করে বাড়িতেই কিন্তু আপনারা রুপার তৈরি বিভিন্ন জিনিস পরিষ্কার করে নিতে পারেন।। আসুন পদ্ধতি জেনে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ :

১) গরম জল
২) অ্যালুমিনিয়াম ফয়েল পেপার
৩) এক চা চামচ পরিমাণ বেকিং সোডা
৪) এক চা চামচ পরিমাণ ভিম লিকুইড জেল

রুপোর যে কোন বাসন, গয়না অথবা মূর্তি পরিষ্কার করার ঘরোয়া উপায় :

রুপোর বাসন-কোসন বা গয়না পরিষ্কার করার জন্য আপনাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল একটি পাত্রের মধ্যে জল গরম করে নিতে হবে। এবার সেই জলের মধ্যে একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ডুবিয়ে দিন এবং তার সাথে যে সমস্ত রুপোর জিনিসগুলি আপনারা পরিষ্কার করতে চান সেগুলি কেউ ওই জলে দিয়ে দিন। মোটামুটি মিনিট দু একসময় এই দুটি জিনিস একসাথে ফুটিয়ে নেওয়ার পর এতে আপনাদেরকে কিছুটা পরিমাণে ভীম লিকুইড মিশিয়ে দিতে হবে।

এছাড়াও দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ বেকিং সোডা। অন্ততপক্ষে এবার 10 থেকে 15 মিনিট আপনাদেরকে মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ গুলির সাথে রুপোর যে জিনিসগুলি পরিষ্কার করতে চান সেগুলিকে জলে ফুটিয়ে নিতে হবে। সবশেষে এগুলি জল থেকে তুলে যে কোন পুরনো টুথব্রাশ দিয়ে হালকা হালকা করে ঘষে নিলেই কিন্তু দেখবেন সমস্ত কাচের দাগ অথবা জেদি দাগ সহজেই চলে গিয়েছে।

এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই রুপোর বাসন একেবারে নতুনের মতন চকচকে করে তুলতে পারবেন। অন্ততপক্ষে সপ্তাহে যদি আপনারা একবার এভাবে এর উপর বাসন পরিষ্কার করেন তাহলে কিন্তু এগুলি কখনোই দাগ হবে না।

Leave a Comment