নিজস্ব প্রতিবেদন:- আরো একবার মুখ থুবড়ে পড়ল সোনার বাজার। এই নিয়ে পরপর তিনদিন দাম কমলো আন্তর্জাতিক বাজারে সোনার । সোনা এমন একটা জিনিস যে কোনো দামি জিনিসের মূল্য বোঝাতে আমরা তাকে সোনার সাথে তুলনা করে থাকি । যেমন অনেকে বলে” সোনার চামচ “মুখে নিয়ে জন্ম নিয়েছে অর্থাৎ তার মূল্য বোঝাতে রীতিমতো সোনার ব্যবহার করে থাকি। কিন্তু সেই দামি সোনা আস্তে আস্তে হচ্ছে কমদামি।
যদিও এ খবর দুঃখের নয় বরং বেশ আনন্দে এমনটাই মনে করছে সোনা প্রেমীরা। সামনে আসছে পুজো কাজেই সোনা প্রেমীদের মধ্যে এক প্রকার আলাদা উচ্ছাস দেখা গেছে । দোকানে দোকানে ভিড় উপচে পড়ছে কারণ একটাই দাম কমেছে সোনার। ঠিক কতটা কমলো? দাম কত ছিল আগে? আর আগামীদিনেও কি দাম কমার সম্ভাবনা আছে ? এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছে বাজার বিশেষজ্ঞরা । আসুন দেখে নেওয়া যাক ।
সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৬০০০ টাকা। কি বলেন মশাই? হ্যাঁ ৬০০০টাকা । ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা দাম কমলো সোনার। এই মুহূর্তে সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৯,৬৬০ টাকা । পাশাপাশি রুপোর দাম কমেছে প্রায় ৩ শতাংশের কাছাকাছি । প্রতি কেজি রুপোর দাম প্রায় ৬০ হাজারের কাছাকাছি বর্তমান মূল্য । কিন্তু কেন কমে যাচ্ছে সোনার দাম? কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি এবং প্রতি আউন্স সোনার সোনার দাম কমে যাওয়ার কারণে এরম হচ্ছে ।
আরো কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন মার্কিন ডলারের দাম বৃদ্ধি এবং মার্কিন আর্থিক প্যাকেজের অনিশ্চয়তা কারণকে দায়ী করেছে তারা। আগে যে সোনা ১০ গ্রামের দাম ছিল প্রায় ৫৮ হাজার টাকা সেটি কিছুদিন আগে হয় ৫১০০০ এর কাছাকাছি এবং তা আরো নেমে হয়ে যায় ৪৯,৬৬০ টাকা । অর্থাৎ পরপর তিনদিন কমলো সোনার দাম ।
শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ৬ সপ্তাহের সর্বনিম্ন, স্পট প্রাইস কমে গিয়ে দাঁড়িয়েছে আউন্স পিছু ১,৮৮৭.৩৫ টাকা।সোনার মত নতর্জাতিক বাজারে রুপোর দামও ৩.৩ শতাংশ কমে ২৩.৬২ ডলার হয়েছে প্রতি আউন্স, যা গত ২ মাসে সর্বনিম্ন। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার জন্য কমে যাওয়া সোনার দাম এর খবর শুনে রীতিমতো আনন্দে ভাসছে সোনা প্রেমি রা ।