বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সকলেই খুবই সক্রিয় হয়ে রয়েছেন। নিত্যনতুন সেলিব্রিটিদের নানান ফটো, ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। করোনা ভাইরাস এর এই ভ-য়া-ব-হ আবহে সকলেই চাইছেন জীবনে এই আ-শ-ঙ্কার মধ্যেও নতুন করে বাঁচতে। তাই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই বিভিন্নভাবে তাদের রোজকার জীবনে বিনোদনের সঞ্চার ঘটাতে চাইছেন।
বিশেষ করে সেলিব্রিটিরা এই সময় শুটিং বন্ধ থাকায় অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে রয়েছেন। বেশ কিছু সেলিব্রিটি কে দেখা গিয়েছে গান করতে, নৃত্য প্রদর্শন করতে, রান্না করতে, শারীরিক কসরত করতে, এবং আরো নানান ভূমিকায় বিভিন্ন সেলিব্রিটি কে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেলিব্রিটিদের প্রাত্যহিক জীবন চর্চা কে ঘিরে সাধারণ মানুষদের কৌতুহল যথেষ্ট বেশি। সেলিব্রিটিদের প্রতিটি মুহূর্তের খোঁজখবর রাখতে ভালোবাসেন সকলেই।
এবার এক গায়িকার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রখ্যাত এই গায়িকাকে দেখা গিয়েছে একটি হিন্দি গানের সাথে নাচের ঝড় তুলতে । নব্বইয়ের দশকের বিখ্যাত গান, ‘টিপ টিপ বরষা পানি, পানি মে আগ লগাই’ গানটিতে অসাধারণ নাচের মাধ্যমে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন ওই গায়িকা। হলুদ রঙের শাড়ি এবং ব্লু ভেলভেট এর ব্লাউজ পরিহিতা ওই গায়িকার এই আবেদনময়ী নাচ সাড়া ফেলে দিয়েছে তামাম তরুণ সমাজের বুকে।
সকলেই ওই গায়িকার এই নাচ দেখে মোহিত হয়ে গিয়েছেন। তরুণ সমাজের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে ওই গায়িকার এই উষ্ণ আবেদনময়ী নাচ। প্রখ্যাত এই গায়িকার নাম হল অভিলাষা শুক্লা। তাঁর এই অপূর্ব নাচের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর শরীরী বীভঙ্গে মাতোয়ারা হয়েছে তরুণ সমাজ। আপনি একবার দেখে নিন এই চমৎকার ভিডিওটি।