করোনা ম-হা-মা-রী যেমন মানুষকে একদিকে বাঁচতে শিখিয়েছে এমনি অন্যদিকে এর সামান্যতম সং-ক্রম-নে-র ফলে সারা বিশ্বে এখন অর্থনৈতিক দিক থেকে দুর্বল।সং-ক্রম-ণ কমানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কয়েক মাস ব্যাপী লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছিলেন, ফলস্বরূপ এই লকডাউন এর দরুন বহু মানুষ গৃহবন্দী।যার ফলে মানুষের বেশিভাগ সময় কাটছে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য কাজের মাধ্যমে।
লকডাউনের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও যেমন আমাদের মন কে কষ্ট দিয়েছে তেমনি কিছু ভিডিও দেখে মানুষ কিছুটা সময়ের জন্য তাদের নিজেদের দুঃখটুকু এড়াতে সক্ষম হয়েছে। করণার সময় নানান শ্রেণীর সেলিব্রিটিরা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেছেন।তাদের মধ্যে কিছু ভিডিও যেমন কিছু অসহায় পথচলতি কুকুর যাদের দৈনন্দিনের খাবারটুকু সে নিজেই জোগাড় করতে অক্ষম কিংবা কোন হাসির মজাদার ভিডিও যদি আমাদের মনকে উচ্ছ্বসিত করে তুলেছে।
কিছুদিন আগে এমন একটি ভিডিও একজন ইউটিউবার মোবাইল করেন যিনি ঋত্বিক রসানের মত নৃত্য পরিবেশন করতে পারেন। সম্প্রতি অতি জনপ্রিয় সিনেমা আশিকি 2 গান খালি গলায় গিয়ে রীতীমতো সবাইকে চমকে দিয়েছিলেনএকজন তরুনী অর্থাৎ বলা যায় কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন অবস্থায় রয়েছে সম্পূর্ণভাবে বিকাশ করে তাদের পরিচর্যা করা যায় হয়তো আশা করা যায় ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারী হবে।
সম্প্রতি কিছুদিন আগে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে একজন যুবক ভাইরাল হয়েছেন। ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যে সমস্ত ভিডিও ভাইরাল হয় সেই সমস্ত ভিডিও গুলির ধরন অনুসারে তাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।video9 নাচ গান কিংবা অন্যান্য প্রতিযোগিতা মূলক কাজের কিংবা সৃজনশীলতা ভাইরাল হয় সোশ্যাল দুনিয়ায়।
সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে একজন তরুণ তরুণী যারা রীতিমত একটি বলিউড সিনেমার গানের নৃত্য পরিবেশন করছে।ভিডিওটি নিমেষের মধ্যে ভাইরাল হয় এবং শেয়ার হয় তার সাথে সাথে পাল্লা দিয়ে দিয়ে ভিউ বেড়েছে ।
এর মধ্যে অসংখ্য মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন তার সাথে সাথে নেটিজেনদের চোখের নজরে পড়েছে এই ভিডিওটি। সর্বোপরি বলা যেতে পারে মানুষের জীবনযাত্রা রুটিরুজি কিংবা চাহিদা অনুসারে ভিত্তি করে দৈনন্দিন সমাজ অতিক্রান্ত।কিন্তু এর মধ্যেও মানুষ তাদের দৈনন্দিন কার্যকলাপের উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বাইরে বের হন এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলে।