বছরের শরৎ ঋতুতে অনুষ্ঠিত হওয়া দুর্গোৎসব আপামর বাঙালির একটা আবেগ। সারাবছর বাঙালি অপেক্ষা করে থাকেন এই চারটি দিনের হইচই, আনন্দ, খুশির জোয়ারে ভেসে যাওয়ার জন্য। নতুন জামা কাপড়ের সম্ভার থেকে শুরু করে খাওয়া-দাওয়া , হৈ হট্টগোল সব মিলিয়ে এই চারটে দিন বাঙালিরা এক আনন্দের জোয়ারে ডুবে থাকেন। দুর্গাপূজা মানেই সৌভ্রাতৃত্বের পূজা। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে এই পূজার আনন্দ করেন। এই পূজাকে ঘিরে বাঙালির উন্মাদনা আকাশ ছোঁয়া।
তবে শুধুমাত্র যে বাংলার বুকে দুর্গাপুজোর আবেগ ছড়িয়ে আছে তাই নয়। সারা ভারতে বাঙালিরা এই পূজায় মেতে ওঠেন। এমনকি ভারতের বাইরে ও বিভিন্ন দেশ গুলিতে যেখানে বাঙালি পরিবারের বসবাস রয়েছে, সেই সব জায়গায় আনন্দ সহকারে ধুমধাম করে পালিত হয় দুর্গাপূজা। বর্তমানে কলকাতা দূর্গা পুজা এবং কলকাতা দূর্গা পূজার রেড রোডের কার্নিভাল ইউনেস্কোর দ্বারা সম্মানিত হয়েছে।
কিন্তু এই বছরের দূর্গা পূজার আমেজটা অনেকটাই ফিকে। তার কারণ একটাই, করোনা ভাইরাসের সন্ত্রাসের কালো রাজত্ব। এই ভাইরাসের প্রকোপ এ এই বছর সবথেকে বেশি মৃত্যু দেখেছে বিশ্ববাসী। সকলেই ভয়ে সন্ত্রস্ত। এই আবহের মধ্যে এই বছরে কোনো জায়গাতেই ধুমধাম করে দুর্গাপূজা পালন করা হবে না। তবুও এই পূজাকে ঘিরে বাঙালির উন্মাদনা ছিল, আছে, থাকবে।
সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, বিদেশের মাটিতেও দুর্গা পূজাকে ঘিরে আনন্দে মেতেছে বাঙালিরা। একটি ভিডিও দেখা গিয়েছে দূর্গা পূজার বিসর্জনের সময় অত্যন্ত আনন্দ সহকারে সকল বাঙালি গৃহবধূ থেকে শুরু করে ছেলেরাও নাচে উন্মত্ত হয়ে রয়েছে। হিন্দি বাংলা সমস্ত রকম গানে ভাসানের দিন উদ্দাম নাচ এবং সিঁদুর খেলায় মেতে উঠেছেন বাঙালি গৃহবধূরা। যতদূর সম্ভব এই ভিডিওটি গত বছরেরই।শুধু অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাটিতে এই দুর্গাপূজায় মেতে উঠেছেন বাঙালি মানুষজন। রীতিমতো বাঙালি পোশাকে সিঁদুর মেখে মায়ের ভাসানে আনন্দ করতে দেখা গিয়েছে এই গৃহবধূদের।
পাশাপাশি বেশ কয়েকজন পুরুষদের দেখা গিয়েছে উদ্দাম নাচ এবং সেই সাথে ঢাক বাজাতে। বিদেশের মাটিতে তারা ছড়িয়ে দিয়েছেন বাঙালির এই চিরন্তন আবেগ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখে সকলেই আবেগাপ্লুত হয়েছেন। সকলেই সেই আশায় রয়েছেন কবে আবার এই চেনা-পরিচিত চিত্রগুলি ফিরে আসবে সমাজের বুকে।