মাত্র ১০০ টাকায় পান রেশম জামদানি! এখান থেকে কিনে শুরু করুন ব্যবসা, কয়েকদিনেই হবেন প্রচুর লাভবান

নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল মানুষের কাছে এমন একটা জায়গা যার সাহায্যে খুব সহজেই কিন্তু মানুষ নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে জীবনে। তবে অবশ্যই তার জন্য কিন্তু সঠিক ব্যবসার পদ্ধতি বেছে নিতে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব এবং কোথা থেকে সেই ব্যবসার জন্য আপনারা পণ্য পাবেন তা সম্পর্কেও আলোচনা করব। আজ যে ব্যবসাটির কথা আমরা বলব সেটা হলো পাইকারি ব্যবসা।স্বল্প মূলধনে যদি আপনারা পাইকারি ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু সেটাই সবথেকে বেশি লাভদায়ক হবে।

পাইকারি ব্যবসা অর্থাৎ পাইকারি দরে কোন পণ্য কিনে সেটা লোকাল মার্কেটে বিক্রির ব্যবসা। খুব সহজেই কিন্তু এটা করা যেতে পারে কারণ পাইকারি জিনিসের দাম হয় অত্যন্ত কম। প্রফিট মার্জিন ঠিকঠাক রাখতে পারলে ব্যবসা দাঁড়াতে খুব একটা সময় লাগবে না। এই প্রসঙ্গে আমরা বলতে পারি শাড়ির ব্যবসার কথা। শাড়ি হচ্ছে এমন একটা জিনিস যা চাহিদা কখনোই কম হয় না। দেশের প্রতিটি অংশই কিন্তু সকল বয়সের মহিলারা শাড়ি পরিধান করে থাকেন। উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে শাড়ির চাহিদা ব্যাপক। সুতরাং আপনারা যদি এই ব্যবসাটি শুরু করেন সে ক্ষেত্রে সারা বছর আপনার বিক্রি হবে।

তবে অবশ্যই প্রথমে আপনাদের পাইকারি দরে শাড়ি কেনার ঠিকানা সংগ্রহ করে নিতে হবে। আপনি যত কমই শাড়ি কিনতে পারবেন ঠিক ততটাই কিন্তু আপনার প্রফিট হবে। আজ আমরা প্রতিবেদনের একদম শেষে আপনাদের সাথে এমন একটি ঠিকানার কথা শেয়ার করে নেব যেখানে মাত্র ১০০ টাকায় অল ওভার কাজ করার রেশম শাড়ি, ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে হ্যান্ডলুম, এছাড়াও ছাপার শাড়ি থেকে শুরু করে জামদানি, ময়ূরকন্থী, বালুচরী প্রভৃতির বিপুল কালেকশন আপনারা পেয়ে যাবেন। কালার এবং ভ্যারাইটি নিয়েও কিন্তু আপনাদের কোন রকম চিন্তা করতে হবে না।। সবথেকে বড় ব্যাপার এই হোলসেল মার্কেটের শাড়ির দাম এত তাই কম যে একবার কিনলে কিন্তু আপনি বিপুল অঙ্কের প্রফিট রেখে সেটা বিক্রয় করতে পারবেন।

শাড়ির ব্যবসা যদি প্রথম স্তরে শুরু করতে চান সেক্ষেত্রে মোটামুটি আপনাকে বেশ খোলামেলা জায়গায় একটা দোকানের ব্যবস্থা করতে হবে। আপনারা কিন্তু চাইলে অনলাইন অ্যাপ্লিকেশন বা কোন সাইটের মাধ্যমে ও বিক্রি করতে পারেন। হাতে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা মূলধন বা তারও কমে ব্যবসা শুরু করা যাবে। ‌

কোথা থেকে শাড়ি কিনবেন?

Shop Name : তাঁত কুঠির ‌
Prop- Tarak das
Address : Sutragarh 1no coloni, santipur, Nadia, west bengal.
Contact No : 9733920406
Whatsapp no: 9733920406

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/YXvDiuR8xuo

Leave a Comment