







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল এমন একটি মাধ্যম যার সাহায্যে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কিন্তু ভালো অংকের অর্থ উপার্জন করা যেতে পারে। কিন্তু সেটার জন্য আপনাকে অবশ্যই সঠিক ব্যবসার পদ্ধতি বেছে নিতে হবে। কারণ একটা ভালো ব্যবসার আইডিয়া যদি আপনি বেছে না নেন তাহলে কখনোই কিন্তু আপনি নিজের জীবনের ক্ষেত্র প্রস্তুত করতে পারবেন না। এখন যেহেতু চাকরির বাজার খুবই খারাপ হয়ে পড়েছে তাই সাধারণ মানুষের কাছে এই ব্যবসাই হল প্রথম আর শেষ ভরসা।
কিসের ব্যবসা শুরু করবেন?
খুবই পরিচিত একটা ব্যবসার আইডিয়া আজ আমরা আপনাদের দেব। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব নাইটি বিক্রির ব্যবসার কথা। দৈনন্দিন জীবনে এই পণ্যটির চাহিদা বা ব্যবহার ঠিক কতটা বেশি পরিমাণে রয়েছে তা আপনারা সকলেই জানেন।। সুতরাং এই পণ্যটি নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। আপনারা চাইলে হোলসেল মার্কেট থেকে খুব সহজেই মাত্র ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির নাইটি কিনে সহজেই নিজেদের লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য যে বিশাল কিছু বড় জায়গা বা দোকান লাগবে এমনটাও নয়।




কোন ছোটখাটো স্টলের মাধ্যমে আপনারা কিন্তু ব্যবসার কাজটি শুরু করতে পারেন।। পরবর্তীতে উপার্জনের অংক বৃদ্ধি পেলে আপনার ব্যবসার পরিসর বড় করে তোলা যেতেই পারে। এবার আসা যাক কোথা থেকে আপনারা এই পণ্য কিনবেন সেই কথায়। প্রতিবেদনের শেষে আমরা একটি নাইটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের বা দোকানের ঠিকানা আপনাদের সাথে শেয়ার করে দেব। এখানে থেকেই আপনারা কথা বলে একেবারে জলের দামে নাইটি কিনে নিতে পারেন।




মনে রাখবেন আপনি যত কমে জিনিস কিনতে পারবেন ততটাই কিন্তু প্রফিট রেখে সেগুলোকে বিক্রি করতে পারবেন। এটা করতে গিয়ে যেন প্রোডাক্টের গুণগত মানের সাথে আপোষ না করা হয় সেদিকে ও নজর দিতে হবে। নাইটির ব্যবসা শুরু করার জন্য বিশেষ কোনো লাইসেন্স বা কিছুর প্রয়োজন হয় না। অতএব আর সময় নষ্ট না করে আজ
থেকেই শুরু করে দিন এই ব্যবসা।
কোথা থেকে পণ্য কিনবেন?
Nighty seller no :
7439051319.











