







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই কিন্তু একটা ভালো লোকেশনের মধ্যে জমি খুঁজছেন নিজেদের স্বপ্ন সাধন করার জন্য। অনেক ক্ষেত্রেই এই স্বপ্ন হয়তো বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে, আবার অনেক ক্ষেত্রেই হয়তো নিজস্ব কোন প্রজেক্ট এর কাজে। আজ আমরা এমনই একটি জমির খোঁজ আপনাদের দেবো। একটু ভালোভাবে আপনারা অবশ্যই প্রতিবেদনটা পড়বেন যদি সম্প্রতি জমি কেনার ইচ্ছে রয়েছে। হয়তো এটা আপনার কাজে লাগলেও লাগতে পারে। চলুন তাহলে প্রতিবেদনটি শুরু করা যাক।




আজ আমরা যে জমিটি আপনাদের দেখাবো সেটা ষাটকলোনি গ্রামের মতন একটা সুন্দর জায়গায় অবস্থিত। জমিটি একেবারে খোলামেলা জায়গার মধ্যে রয়েছে তাই সহজেই আপনারা বাংলো বাড়ি অথবা নিজেদের কোন ফার্মিং প্রজেক্ট এর কাজ শুরু করে দিতে পারেন।জল বা ইলেকট্রিসিটির এখানে কোন সমস্যা হবে না। তবে যারা একটু গ্রামীণ নিরিবিলি পরিবেশের মধ্যে বসবাস করতে পছন্দ করেন তারা কিন্তু এই জমিটা সহজেই কিনে নিতে পারেন। শহরের যান্ত্রিকতার ভিড় থেকে আপনাকে অনেকটাই দূরে রাখতে সাহায্য করবে এই জমি।
এখানে প্রতি বিঘা জমির দাম রাখা হয়েছে ১১ লক্ষ টাকা। জমিটি দেখার জন্য আপনারা চাইলে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা দেখে নিতে পারেন। এখান থেকে খুব সামান্য দূরত্বের মধ্যেই কিন্তু আপনারা স্কুল, বাজার, এটিএম এবং হাসপাতাল খুব সহজেই পেয়ে যাবেন। তাই যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আপনাদের চট করে পড়তে হবে না। চলুন তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি এবারে শেষ করা যাক। জমিটি কিনতে আগ্রহী থাকলে আপনারা নিচের দেওয়া নম্বরে ফোন করে কথা বলে নিতে পারেন।
Contact : 9775161614.











